বাংলাহান্ট ডেস্ক : জি বাংলা তথা বর্তমানে বাংলা টেলিজগতে সবথেকে পুরনো সিরিয়াল (Serial) ‘জগদ্ধাত্রী’। আড়াই বছর পার করে তিন বছর পূর্তির দিকে এগিয়ে চলেছে ধারাবাহিকটি। এ যাবৎ দর্শকদের ভরপুর বিনোদন দিয়েছে এই সিরিয়াল। বেশিরভাগ সিরিয়াল যেখানে কিছু মাস চলতে না চলতেই শেষ হয়ে যায়, সেখানে জগদ্ধাত্রী ব্যতিক্রম। আড়াই বছর পার করেও এখনো টিআরপিতে নতুন মেগাগুলিকে টেক্কা দিচ্ছে এই সিরিয়াল (Serial)।
বড় পরিবর্তন আসছে জগদ্ধাত্রী সিরিয়ালে (Serial)
এমনিতেই প্রথম পাঁচে থাকে জগদ্ধাত্রী। তবে ইদানিং কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপারের স্থান দখল করার চেষ্টাতেও লড়ে যাচ্ছে সিরিয়ালটি (Serial)। সাম্প্রতিক টিআরপি তালিকায় ৬.৬ নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। তবে এবার এই সিরিয়াল নিয়ে একটি বড় আপডেট সামনে এসেছে, যার জেরে টিআরপিতে একটা বড় প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা করছেন অনেকে।
সিরিয়াল ছাড়লেন এই ব্যক্তি: প্রথম থেকেই প্রাইম টাইমে স্লট ধরে রেখেছে জগদ্ধাত্রী। নতুন নতুন অনেক সিরিয়াল (Serial) শুরু হয়ে আবার শেষও হয়ে গিয়েছে, কিন্তু জগদ্ধাত্রী এখনো চলছে রমরমিয়ে। তবে এবার হঠাৎ করেই বড় পরিবর্তন এল সিরিয়ালে। আচমকাই এই ধারাবাহিক ছেড়ে দিলেন এত দিনকার পরিচালক। সুকোমল নাথ এতদিন পরিচালনা করতেন এই সিরিয়ালের। তবে হঠাৎ করেই এই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে গিয়েছেন তিনি।
আরো পড়ুন : ৪ গুণ বেশি বেতন, ঢালাও ছুটি! তবুও বিশ্বের ‘সুখীতম’ দেশের থেকে এগিয়ে রয়েছে ভারত, কীভাবে?
হঠাৎ কেন এই সিদ্ধান্ত: সোশ্যাল মিডিয়ায় খবরটি জানিয়ে তিনি লিখেছেন, ‘জগদ্ধাত্রী আমাদের সবার জন্য এক অনন্য কল্পতরু, যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবেও তা পূরণ করে। দর্শকদের সীমাহীন ভালোবাসায় এর জয়যাত্রা অব্যাহত থাকুক। স্নেহাশিস দা-কে আন্তরিক ধন্যবাদ, এমন অসাধারণ এক যাত্রার অংশীদার আমাকে করার জন্য। তবে, প্রতিটি গল্পেরই এক নতুন মোড় থাকে—একটি বিশেষ ব্যক্তিগত কারণে জগদ্ধাত্রী-র সাথে আমার এই পথচলা এখানে শেষ হচ্ছে। খুব শীঘ্রই ফিরবো, নতুন কোনো গল্পের সাথে নতুন রূপে।’
আরো পড়ুন : কলকাতায় এসেই প্রথম প্রেম, ঠিক হয়ে গিয়েছিল বিয়েও! এখন কোথায় থাকেন অমিতাভের প্রেমিকা?
একটি সিরিয়াল গড়ে ওঠার পেছনে পরিচালকের বড় অবদান থাকে। এমতাবস্থায় জগদ্ধাত্রিতে পরিচালক বদল হওয়ায় কোনও বড় প্রভাব পড়বে কিনা তা নিয়েই চিন্তিত দর্শকরা।