নিজের কাটা গলা নিয়ে থানায় হাজির যুবক!

 

বাংলা হান্ট ডেস্ক : অশোক নগরের বাসিন্দা কার্তিক গলায় গভীর ক্ষত থেকে অঝোরে ঝরছে রক্ত। এই অবস্থায় এক যুবককে হেঁটে পুলিশ স্টেশনে আসতে দেখে বুধবার চাঞ্চল্য পড়ে যায় তামিলনাড়ুর অশোকনগর এলাকায়। পুলিশ নিজেও হতভম্ব এমন কান্ড দেখে। নিজের হাতে নিজের গলা চিরে থানায় গিয়ে উপস্থিত হয় কার্তিক নামে ওই যুবক।

 

জানা যায় এই পরিস্থিতিতে তখনই কার্তিককে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিত্‍সার পর তাঁর বিপদ কেটেছে বলে জানিয়েছেন ডাক্তাররা। পুলিশি তদন্তে পাওয়া গিয়েছে যে নিজের দ্বিতীয় স্ত্রী সুমিত্রাকে মাঝেমধ্যেই মারধর করে কার্তিক।

75b55 img 20190620 wa0020

এই বিষয়ে পুলিশে অভিযোগ জানায় সুমিত্রা। পুলিশের ভয়েই ঘটনা অন্যদিকে ঘুরিয়ে দিতে নিজের গলা চিরে থানায় যায় কার্তিক।অশোক নগরের বাসিন্দা কার্তিকের বিরুদ্ধে এর আগেও পুলিশের খাতায় একাধিক অভিযোগ রয়েছে।

সম্পর্কিত খবর