ঠাকুরঘরে পাশাপাশি কখনই রাখবেন না এইসকল মূর্তি, জীবনে নামবে অন্ধকার দিন

বাংলাহান্ট ডেস্কঃ প্রতিটি হিন্দু বাড়িতেই ঠাকুরঘর (thakurghor) অত্যন্ত পবিত্র একটি স্থান। সেখানে বাড়ির সদস্যরা তাদের আরাধ্য দেবতার মূর্তি বা ছবি রেখে থাকেন। অনেক সময় আলাদা করে ঠাকুরঘর না থাকলেও, কোন একটি ঘরের একপাশে একটি ঠাকুরের সিংহাসন পেতে, সেখানে ঠাকুর রেখে থাকেন অনেকে।

তবে বাড়িতে ঠাকুরঘরে সাজানো ঠাকুরের বিষয়ে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। যেমন- একসঙ্গে বেশি প্রসাদ এনে ঠাকুরঘরে রেখে দেবেন না, ঠাকুরঘর কখনই নোংরা করবেন না ইত্যাদি ইত্যাদি। তবে আপনি কি জানেন অনেক সময় এমন কিছু ঠাকুরের মূর্তি বা ছবি রয়েছে, যা কখনই পাশাপাশি রাখা উচিত নয়।

which pictures or idols should never be kept together in thakurghor

মন্দিরে একসঙ্গে অনেক ঠাকুর রাখা গেলেও, বাড়িতে ঠাকুর রাখার বিষয়ে বেশ কয়েকটি নিয়ম রয়েছে। যেমন-

যে দেবতার সৃষ্টি সবার আগে, তাঁর ছবি সবার উপরে রাখতে হয়।

ঠাকুরঘরে শিবলিঙ্গ না রাখাই মঙ্গলের। শিবলিঙ্গ যদি নিয়ম মেনে পুজো না করা হয়, তাহলে অনেক সময় বাড়িতে অশান্তি পিছু ছাড়ে না।

puja room shelfs

রিদ্ধি এবং সিদ্ধির ছবি কখনই দেবতা গণেশের সঙ্গে রাখা উচিত নয়।

এছাড়াও, রান্নাঘর বা বাথরুমের পাশে ঠাকুরঘর না করাই ভালো এবং ঠাকুরঘর সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন রাখা উচিত।


Smita Hari

সম্পর্কিত খবর