একটা ভুলেই টিম ইন্ডিয়ায় হয়নি জায়গা! এবার সেঞ্চুরি করে সবাইকে চমকে দিলেন এই খেলোয়াড়

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে টিম ইন্ডিয়া (India National Cricket Team)। অপরদিকে, ভারতীয় ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি খেলা হচ্ছে। যেখানে ভারতের একাধিক তারকা খেলোয়াড় নজর কেড়েছেন। এই টুর্নামেন্টে আহমেদাবাদে মুখোমুখি হয়েছে ঝাড়খণ্ড ও রেলওয়ের দল। এই ম্যাচের প্রথম ইনিংসে দুর্দান্ত ইনিংস খেলেন ঝাড়খণ্ডের অধিনায়ক ঈশান কিষাণ। টিম ইন্ডিয়াতে জায়গা করে নিতে দীর্ঘদিন ধরেই লড়াই করছেন তিনি।

টিম ইন্ডিয়ায় (India National Cricket Team) মেলেনি জায়গা:

রঞ্জি ট্রফিতে সেঞ্চুরি করলেন ঈশান কিষাণ: রেলওয়ের বিরুদ্ধে খেলা এই ম্যাচে, ঝাড়খন্ড টসে জিতে প্রথমে ব্যাট করে এবং প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে ৩২৫ রান করে। সেই সময়ে ঈশান কিষাণ দুর্দান্ত ইনিংস খেলেন। ৬ নম্বরে ব্যাট করা ঈশান ১৫৮ বলে ১০১ রানের ইনিংস খেলেন। ওই ইনিংসে তিনি মারেন ১৩ টি চার ও ২ টি ছক্কা। ঝাড়খণ্ড এই ইনিংসে ১৪৫ রানের স্কোরে প্রথম ৪ উইকেট হারিয়েছিল। এরপর দলের দায়িত্ব নেন ঈশান।

This player did not get a place in India National Cricket Team.

এদিকে, পঞ্চম উইকেটে বিরাট সিংয়ের সঙ্গে ১৭৪ রানের জুটি গড়েন তিনি। জানিয়ে রাখি যে, BCCI-এর তরফে ঈশানকে ঘরোয়া ক্রিকেটে খেলতে বলার পর থেকে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি। একইসঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর অষ্টম সেঞ্চুরি। ঈশান কিষাণ টিম ইন্ডিয়ার (India National Cricket Team) হয়ে টেস্ট ম্যাচ খেলার এক বছরেরও বেশি সময় হয়ে গেছে। ২০২৩ সালের জুলাইয়ে তিনি টিম ইন্ডিয়ার হয়ে তাঁর শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। এদিকে, এই বছর তিনি ভারতীয় দলের হয়ে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! দীপাবলির আগে লক্ষ লক্ষ গ্রাহককে ঝটকা দিক এই ব্যাঙ্ক, আপনার অ্যাকাউন্ট নেই তো?

তাঁর জন্য রঞ্জি ট্রফি খুবই গুরুত্বপূর্ণ: প্রসঙ্গত উল্লেখ্য যে, রঞ্জি ট্রফির এই মরশুম ঈশানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্টে ভালো পারফর্ম করলে ভারতীয় নির্বাচকরা তাঁর নাম আরও বিবেচনা করতে পারেন। রঞ্জি ট্রফির আগে দলীপ ট্রফিতেও ঈশান কিষাণ সেঞ্চুরি করেছিলেন এবং বুচি বাবু টুর্নামেন্টে তিনি সেঞ্চুরি করেন। অর্থাৎ, ঘরোয়া ক্রিকেটে ক্রমাগত নিজের ছাপ রেখে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন: অপ্রতিরোধ্য কোহলি! বেঙ্গালুরু টেস্টেই নয়া ইতিহাস গড়লেন বিরাট, ধন্য ধন্য করছে গোটা দেশ

২০২৩-২৪ সালের দক্ষিণ আফ্রিকা সফরের জন্য টিম ইন্ডিয়ার (India National Cricket Team) স্কোয়াডে শেষবারের মতো অন্তর্ভুক্ত করা হয়েছিল ঈশানকে। কিন্তু, ওই সফরের মাঝামাঝি ভারতে ফিরে আসেন তিনি। এর পরে, ২০২৩ সালের রঞ্জি ট্রফিতেও তিনি ঝাড়খণ্ডের হয়ে খেলেননি। এই ঘটনার পর তাঁকে সেন্ট্রাল চুক্তি থেকেও সরিয়ে দেয় BCCI। সেই কারণেই টিম ইন্ডিয়াতে ফিরতে পারেননি ঈশান কিষাণ।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর