দ্বিতীয় টেস্টে পাল্টে যাচ্ছে পিচ! ভারতীয় দলের ক্ষমতা বাড়াতে এন্ট্রি নেবেন এই তারকা প্লেয়ার

বাংলা হান্ট ডেস্ক: ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে ভারত ও বাংলাদেশের মধ্যে দুই টেস্টের (India-Bangladesh Test Series) সিরিজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি খেলা হয় চেন্নাইতে। যেখানে ভারত দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে চতুর্থ দিনেই বাংলাদেশকে ২৮০ রানে পরাজিত করতে সক্ষম হয়। এমতাবস্থায়, এই সিরিজে ১-০ ব্যবধানে লিড পেয়েছে ভারত।

দ্বিতীয় টেস্টের (India-Bangladesh Test Series) জন্য কি পরিকল্পনা ভারতের:

এদিকে, প্রথম টেস্টে (India-Bangladesh Test Series) এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারত লাল মাটির পিচ ব্যবহার করেছে। কারণ বাংলাদেশ কালো মাটির স্লো পিচে খেলতে অভ্যস্ত। এই কারণে ভারত ৩ জন ফাস্ট বোলারকেও খেলিয়েছিল। যার ফলে কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলের মতো স্পিনাররা প্লেয়িং ইলেভেনে সুযোগ পাননি। তবে এবার কানপুরে সম্পন্ন হতে চলা দ্বিতীয় টেস্টের পিচ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। যার ফলে ভারত এবার ৩ জন স্পিনারকে নিয়ে মাঠে নামতে পারে বলে অনুমান করা হচ্ছে।

   

কানপুর টেস্টের আগে এল বড় আপডেট: ইএসপিএন ক্রিকইনফো-র রিপোর্ট অনুসারে, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে অনুষ্ঠিত হতে চলা টেস্টে (India-Bangladesh Test Series) কালো মাটির পিচ দেখা যাবে। কিন্তু, তাতে খুব বেশি বাউন্স থাকবে না। গ্রিন পার্ক স্টেডিয়ামের পিচ ফ্ল্যাট হবে বলে অনুমান করা হচ্ছে এবং খেলা এগিয়ে যাওয়ার সাথে সাথে এটি স্লো হয়ে যাবে। এমন পরিস্থিতিতে, যেখানে চেন্নাইয়ের লাল মাটির পিচে ভালো বাউন্স দেখা গিয়েছে এবং ফাস্ট বোলারদেরও প্রভাব ফেলতে দেখা গেছে, কানপুরে কিন্তু তা নাও হতে পারে।

আরও পড়ুন: ৫ লক্ষ টাকা না দিলে “কচুকাটা” করা হবে! উড়ো চিঠি দিয়ে একাধিক পুজো কমিটিকে হুমকি বাংলাদেশে

আর এই কারণেই দুই দলের বোলিং কম্বিনেশনেও পরিবর্তন দেখা যেতে পারে। ভারতের মতো বাংলাদেশও আগের টেস্টে তার বোলিং কম্বিনেশনে মাত্র ২ জন স্পিনার ব্যবহার করেছে এবং ৩ জন ফাস্ট বোলারকে সুযোগ দিয়েছিল।

আরও পড়ুন: ইজরায়েলের হামলার পর লেবাননের পাশে দাঁড়াল চিন! সাহায্যের আশ্বাস দিয়ে কি জানাল বেজিং?

তৃতীয় স্পিনারকে সুযোগ দিতে পারে ভারতীয় দল: কানপুরের স্লো পিচের বিষয়টি বিবেচনা করে ভারতীয় দল তার বোলিং কম্বিনেশনে পরিবর্তন আনতে পারে। প্রথম টেস্টে (India-Bangladesh Test Series) জাসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং আকাশ দীপ এই তিনজন ফাস্ট বোলারকে দেখা গিয়েছিল। অপরদিকে, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা স্পিন আক্রমণ করেন। এই তিন ফাস্ট বোলারের কারণে অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব দু’জনকেই বাদ দিতে হয় ভারতকে। তবে, এখন তাঁদের মধ্যে একজন দ্বিতীয় টেস্টে সুযোগ পেতে পারেন। তবে, অক্ষর বা কুলদীপের মধ্যে কে প্লেয়িং ইলভেনে জায়গা করে নেবেন সেটাই এখন দেখার বিষয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর