আর নয় জল্পনা! CSK-তে ধোনির উত্তরসূরি হতে চলেছেন এই প্লেয়ার, নাম জানালেন আকাশ

বাংলা হান্ট ডেস্ক: সমগ্র বিশ্বেই IPL (Indian Premier League) একটি অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হয়। এদিকে, ২০২৫ সালের IPL-এর আগে এখন সবার নজর হয়েছে মেগা নিলামের দিকে। যার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে দলগুলি। ঠিক এই আবহেই একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ এবং প্রাক্তন ক্রিকেটাররা বিভিন্ন বিষয়ের পরিপ্রেক্ষিতে তাঁদের মতামত জানাচ্ছেন।

জমে যাবে আগামী বছরের IPL (Indian Premier League):

এদিকে, সম্প্রতি আকাশ চোপড়া IPL (Indian Premier League)-এ অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের কোন খেলোয়াড়দের টার্গেট করা উচিত এবং ধোনির পরিবর্তে কাকে নেওয়া উচিত সেই বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। জানিয়ে রাখি যে, মেগা নিলামের আগে রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিং ধোনি এবং মাধেশা পাথিরানাকে ধরে রেখেছে CSK।

This player is going to be Dhoni's successor Indian Premier League.

CSK কত পার্স নিয়ে অংশগ্রহণ করবে: জানিয়ে রাখি যে, চেন্নাই সুপার কিংস দল ৫৪ কোটি টাকার পার্স নিয়ে IPL মেগা নিলামে নামতে চলেছে। CSK-এর কাছে ২ টি RTM-ও বাকি আছে।

আরও পড়ুন: “বিরাট রান না করলে….”, কোহলির খারাপ ফর্ম নিয়ে বড় প্রতিক্রিয়া সৌরভের, স্পষ্ট জানালেন….

কে হবেন ধোনির উত্তরসূরি: আকাশ চোপড়ার মতে, চেন্নাই সুপার কিংসের অবশ্যই IPL নিলামে কেএল রাহুলকে কেনা উচিত। তাঁর মতে, রাহুল ধোনির নিখুঁত উত্তরসূরি হতে পারেন।

আরও পড়ুন: শুরু হয়ে গেল কুৎসা রটানো! চ্যাম্পিয়ন্স ট্রফি অন্যত্র সরাতে ঘুষ দিচ্ছে BCCI, অভিযোগ পাকিস্তানের

এই দলগুলির হয়ে খেলেছেন রাহুল: জানিয়ে রাখি যে, কেএল রাহুল IPL (Indian Premier League)-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, পাঞ্জাব কিংস এবং লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন। তাঁর অধিনায়কত্বেরও যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। আর সেই কারণেই আকাশ ধোনির উত্তরসূরি হিসেবে রাহুলের নাম নিয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর