মুম্বাই টেস্টে আশার আলো! টিম ইন্ডিয়ার এই প্লেয়ারের পারফরম্যান্সের ওপরেই নির্ভর করছে জয়

বাংলা হান্ট ডেস্ক: মুম্বাইয়ে তৃতীয় টেস্ট ইতিমধ্যেই জমে উঠেছে। যেখানে তৃতীয় দিনেই ফলাফলের সম্পূর্ণ আশা রয়েছে। দ্বিতীয় দিনের স্টাম্প পর্যন্ত, নিউজিল্যান্ড তার দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করেছে এবং লিড বেড়ে ১৪৩ রানে পৌঁছেছে। তৃতীয় দিনে ম্যাচের চতুর্থ ইনিংসে রান তাড়া করতে হবে ভারতকে (India National Cricket Team)। এমতাবস্থায়, ভারতের প্রাক্তন লেগ স্পিনার অনিল কুম্বলে সেই ব্যাটারের প্রসঙ্গ উপস্থাপিত করেছেন যিনি রান তাড়া করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

মুম্বাই টেস্টে আশার আলো দেখছে ভারত (India National Cricket Team):

দ্বিতীয় দিনের খেলায়, ভারত (India National Cricket Team) প্রথম সেশনে এগিয়েছিল। কিন্তু তারপরে একের পর এক উইকেট পড়তে থাকে। যার কারণে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের জবাবে বড় লিড নেওয়ার সুযোগ হারায়। ভারত তাদের প্রথম ইনিংসে ২৬৩ রান করে. যার মধ্যে শুভমান গিল ৯০ এবং ঋষভ পন্থ করেন ৬০। এভাবে মাত্র ২৮ রানের লিড পায় দলটি। তবে, ভারতের বোলাররা দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ব্যাটারদের খুব একটা টিকতে দেয়নি। যার কারণে ওই দলের লিড এখনও ১৫০ রানের মধ্যে থাকলেও চতুর্থ ইনিংসে স্পিন ট্র্যাকে ব্যাটিং করা সহজ হবে না।

This player of India National Cricket Team can bring victory.

অনিল কুম্বলে যশস্বী জয়সওয়ালকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত করেছেন: শনিবারের খেলা শেষ হওয়ার পরে জিও সিনেমায় কথা বলতে গিয়ে, অনিল কুম্বলে নিউজিল্যান্ডের আজাজ প্যাটেলের সাথে মোকাবিলা করার জন্য যশস্বী জয়সওয়ালকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “জয়সওয়াল ভারতের (India National Cricket Team) জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। একজন বাঁ-হাতি ব্যাটার হিসেবে তার প্রধান কাজ হবে আজাজ প্যাটেলকে পরিচালনা করা।”

আরও পড়ুন: iPhone ক্রেতাদের জন্য দুর্দান্ত সুখবর! ভারতে বড় পদক্ষেপের পথে Apple, জানালেন স্বয়ং টিম কুক

তিনি আরও জানান, “প্রথম ইনিংসের জন্য সেট হওয়ার পরে তার উইকেট ছেড়ে দেওয়া উচিত নয়। ক্রিজে স্থির থাকতে হবে। কারণ একবার বল পুরনো হয়ে গেলে জিনিসটি সহজ হবে না। জয়সওয়াল ভালো শুরু করলে ভারতের জন্য বিষয়টি সহজ হয়ে যাবে।”

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতকে আকৃষ্ট করার চেষ্টা! এবার বড় অফার দিল পাকিস্তান

জানিয়ে রাখি যে, যশস্বী জয়সওয়াল ভারতের (India National Cricket Team) প্রথম ইনিংসে খুব ভালো ব্যাটিং করেছিলেন। কিন্তু দিনের খেলা শেষ হওয়ার আগে, রিভার্স সুইপ খেলতে গিয়ে তিনি তাঁর উইকেট হারান। এই কারণে সোশ্যাল মিডিয়ায় সমালোচিতও হয়েছেন তিনি। যশস্বী নিজেও দ্বিতীয় ইনিংসে চমক দেখাতে চান এবং ভারতকে জয়ের পথে নিয়ে যেতে চান। এমতাবস্থায়, তাঁর পারফরম্যান্সের দিকে তাকিয়ে রয়েছেন অনুরাগীরাও।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর