কোহলি নয়, এই ভারতীয় খেলোয়াড় করেন সবচেয়ে বেশি স্লেজিং! অবশেষে ফাঁস হল নাম

বাংলা হান্ট ডেস্ক: এই বছর ভারত (India National Cricket Team) ও অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে বড় টেস্ট সিরিজ সম্পন্ন হতে চলেছে। যেখানে ৫ ম্যাচের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে টিম ইন্ডিয়া। আগামী ২২ নভেম্বর পার্থে প্রথম ম্যাচ সম্পন্ন হবে। এদিকে, হ্যাটট্রিকের দিকে তাকিয়ে আছে ভারত। কারণ, ২০১৮-১৯ এবং ২০২০-২১ সালে হোম গ্রাউন্ডে অসিদের পরাজিত করেছিল ভারত। এমতবস্থায়, এই সিরিজে জিতকে জয়ের হ্যাটট্রিক হবে।

এই ভারতীয় খেলোয়াড় (India National Cricket Team) করেন সবচেয়ে বেশি স্লেজিং:

তবে, এই সিরিজ শুরু হতে এখনও প্রায় ২ মাস বাকি। তার আগেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে তুমুল প্রতিক্রিয়ার ঝড় শুরু হয়েছে। এই আবহে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা জানিয়েছেন বর্তমান ভারতীয় দলের (India National Cricket Team) কোন খেলোয়াড় সবচেয়ে বেশি স্লেজিং করেন। আর ওই নামটি চমকে দিয়েছে সকল ক্রিকেট ভক্তদের। কারণ, “স্লেজিং মাস্টার” বিরাট কোহলির পরিবর্তে এবার সামনে এসেছে অন্য নাম।

স্লেজিংয়ের ওস্তাদ: অস্ট্রেলিয়া দল এখন সবচেয়ে বেশি ভয় পাচ্ছে ভারতের (India National Cricket Team) উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থকে। বর্তমান দলে সবচেয়ে বেশি স্লেজিং করেন পন্থ। গত কয়েক বছরে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচগুলিতে বেশ কিছু রুদ্ধশ্বাস মুহূর্ত ঘটেছে। যেখানে দুই দলের মধ্যে আগ্রাসনের মাত্রা বেড়েছে। ঠিক এই আবহেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে স্টার স্পোর্টস।

কিংবদন্তিরা নিলেন পন্থের নাম: ওই ভিডিওতে অস্ট্রেলিয়ান খেলোয়াড় মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, নাথান লিয়ন, প্যাট কামিন্স, উসমান খাজা, ট্র্যাভিস হেড এবং মার্নাস লাবুশানে একসাথে স্লেজিংয়ের বিষয়ে পন্থের নাম নিয়েছেন। ওই ভিডিওতে, অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা ২০১৮ সিরিজে পন্থ এবং টিম পেইনের মধ্যে তর্কের কথাও স্মরণ করেছেন।

আরও পড়ুন: এক ঝটকায় ১,৩৬,১২,৯১,৬৭,০০০ টাকা হারালেন আম্বানি! বড়সড় ক্ষতির মুখে আদানিও

কি জানিয়েছেন পন্থ: এদিকে, বিষয়টির পরিপ্রেক্ষিতে পন্থ জানিয়েছেন যে, “কেউ চিন্তা করে স্লেজ করে না। আমাকে কেউ কিছু বললে সেটা আমি পছন্দ করি না। বরং আমি ভালোবাসে উত্তর (স্লেজিং) দিই। তারপর সে (টিম পেইন) আমাকে বলতে শুরু করে যে আমার ভাই (মহেন্দ্র সিং ধোনি) ODI-T20 খেলতে আসছে, তাই সে আমাকে T20 ক্রিকেট খেলতে হোবার্টে আসতে বলতে শুরু করে। সে বলে একটা সুন্দর অ্যাপার্টমেন্ট মিলবে, আমার বাচ্চাদের যত্ন নিও। আমিও কিছু কথা বলেছি। আমি তাকে অস্থায়ী অধিনায়ক বলেছিলাম।” পন্থ জানান যে, অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রীও তাঁকে স্লেজিংয়ের মাধ্যমে চিনতে পেরেছিলেন।

আরও পড়ুন: পরপর ৩ টি সেঞ্চুরি! BCCI-এর রাতের ঘুম ওড়ালেন এই প্লেয়ার, নাম জানলে হয়ে যাবেন “থ”

পন্থের প্রত্যাবর্তনে শক্তিশালী হয়েছে টিম ইন্ডিয়া: জানিয়ে রাখি যে, ২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর দীর্ঘ বিরতি শেষে এখন টেস্ট ক্রিকেটে ফিরেছেন পন্থ। চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করেন তিনি। এমতাবস্থায়, অস্ট্রেলিয়া সফরেও টিম ইন্ডিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবেন তিনি। অর্থাৎ, সামগ্রিকভাবে পন্থের প্রত্যাবর্তনে ভারতীয় দল (India National Cricket Team) অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে। উইকেট কিপিংয়ের পাশাপাশি তিনি ব্যাটিংয়েও পারদর্শী। গতবার ব্রিসবেনে স্মরণীয় ইনিংস খেলে ভারতকে ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন পন্থ।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর