কোটি কোটি টাকা যাবে জলে? গুরুতর চোটের সম্মুখীন KKR-এর এই তারকা প্লেয়ার, খেলবেন না IPL?

বাংলা হান্ট ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা IPL শুরুর মাত্র মাস দু’য়েক আগে রীতিমতো বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবির। বৃহস্পতিবার রঞ্জি ট্রফির ম্যাচে গুরুতর চোটের সম্মুখীন হয়েছেন দলের সবথেকে মূল্যবান তথা তারকা খেলোয়ার ভেঙ্কটেশ আইয়ার। ম্যাচ চলাকালীন তাঁর গোড়ালি মচকে যায়। কেরালার বিরুদ্ধে ব্যাট করার সময়ে তিনি এই চোট পেয়েছিলেন। এরপর মাঠ ছাড়তে হয় মধ্যপ্রদেশের এই অলরাউন্ডারকে।

গুরুতর চোটের সম্মুখীন KKR (Kolkata Knight Riders) তারকা ভেঙ্কটেশ:

গোড়ালিতে চোট পেয়েছেন ভেঙ্কটেশ আইয়ার: প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২৫ সালের IPL-এর আগে মেগা নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে KKR (Kolkata Knight Riders) ২৩.৭৫ কোটি টাকায় কিনেছে। বিগত মরশুমগুলিতেও আইয়ার এই দলের সদস্য ছিলেন। তবে, মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়া হলেও পরে বিপুল অর্থ খরচ করে ফের কিনে ফেলা হয়। এদিকে, KKR-এর পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়েও তাঁর নাম রয়েছে। ঠিক এই আবহেই আইয়ারের গোড়ালির এহেন চোট নিঃসন্দেহে চিন্তা বাড়িয়েছে KKR-এর।

ব্যথায় মাঠে কাঁদতে থাকেন আইয়ার: বৃহস্পতিবার তিরুবনন্তপুরমে কেরালার বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে ব্যাটিং করছিলেন ভেঙ্কটেশ। মধ্যপ্রদেশ ৪৯ রানে ৪ উইকেট হারিয়েছিল। এমতাবস্থায়, গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল আইয়ারের কাঁধে। ২০২১ সাল থেকে KKR (Kolkata Knight Riders)-এর হয়ে খেলা আইয়ার তৃতীয় বলেই বিপদের মুখোমুখি হন। পায়ের গোড়ালিতে মচকে যাওয়ায় মাঠে ব্যাথায় কাঁদতে থাকেন আইয়ার। প্রাথমিক চিকিৎসার পরও নিজের পায়ে দাঁড়াতে না পেরে অবশেষে ফিজিওর কাঁধে ভর দিয়ে মাঠের বাইরে চলে যান তিনি। এরপর তাঁকে ডাগআউটে চেয়ারে পা রেখে বসে থাকতে দেখা যায়।

আরও পড়ুন: ফের চমক! গগনযান মিশনেই নয়া ইতিহাস তৈরি করবে ভারত, বড় আপডেট সামনে আনল ISRO

আইয়ারের চোট কতটা গুরুতর: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মধ্যপ্রদেশ দল বা কলকাতা নাইট রাইডার্স কেউই আইয়ারের চোট নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে তাঁর চোট নিঃসন্দেহে KKR (Kolkata Knight Riders)-এর ভক্তদের উদ্বিগ্ন করছে। এমতাবস্থায়, তাঁর চোট যদি গুরুতর হয় সেক্ষেত্রে আসন্ন IPL-এ তাঁর খেলাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

আরও পড়ুন: আম্বানির ধামাকাদার শপিং! Tata-Hindustan Unilever-কে টেক্কা দিয়ে কিনে ফেললেন এই কোম্পানি

২০২৪ সালের IPL-এ ভেঙ্কটেশের পারফরম্যান্স: ভেঙ্কটেশ আইয়ার IPL-এর গত মরশুমে ১৫৮.৭৯ স্ট্রাইক রেটে ১৩ ইনিংসে ৩৭০ রান করেছিলেন। এদিকে, ২০২৪ সালে KKR (Kolkata Knight Riders) চ্যাম্পিয়ন হওয়ার পর তাঁকে দলের না ধরে রাখার বিষয়টি অনেকেই অবাক করেছিল। কিন্তু, মেগা নিলামে সবাইকে চমকে দিয়ে ২৩.৭৫ কোটি টাকায় ফের তাঁকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর