বাংলা হান্ট ডেস্ক: আগামী মার্চ মাসেই শুরু হবে IPL-এর নতুন মরশুম। এদিকে, IPL ২০২৫-এর আগে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে মেগা নিলাম। যেখানে একাধিক তারকা খেলোয়াড়ের জন্য কোটি কোটি টাকা খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। আর সেই কারণেই দলগুলিতে এবার বড় ধরণের পরিবর্তন হয়েছে। এদিকে, গত বছরের IPL চ্যাম্পিয়ন KKR (Kolkata Knight Riders)-ও নতুনভাবে দল সাজিয়েছে।
এই খেলোয়াড় হবেন KKR (Kolkata Knight Riders)-এর বড় চমক:
মেগা নিলামের আগে, কলকাতা নাইট রাইডার্স তার পূর্বের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়েছিল। এমতাবস্থায়, এবারের IPL-এ নতুন অধিনায়ক নিয়ে সফর শুরু করবে KKR (Kolkata Knight Riders)। যদিও, কলকাতার অধিনায়ক কে হবেন সেই বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য সামনে আসেনি। তবে, কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথমবার খেলতে প্রস্তুত এক খেলোয়াড়ই হয়ে উঠতে পারেন এই দলের “তুরুপের তাস”। শুধু তাই নয়, তিনি মিচেল স্টার্কের শূন্যতাও পূরণ করে ফেলতে পারেন। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
Johnson bowls Warner!
The @HeatBBL quick gets the big breakthrough at The Gabba. #BBL14 pic.twitter.com/UuZ1ejdQS0
— KFC Big Bash League (@BBL) January 6, 2025
স্পেন্সার জনসন করতে পারেন বাজিমাত: জানিয়ে রাখি যে, অস্ট্রেলিয়ার তরুণ ফাস্ট বোলার স্পেন্সার জনসনকে IPL-এর গত মরশুমে গুজরাট টাইটান্সের হয়ে খেলতে দেখা গেলেও এবার এই বোলারকে ছেড়ে দেয় গুজরাট। তারপরে মেগা নিলামে স্পেন্সারকে কলকাতা নাইট রাইডার্স ২.৮০ কোটি টাকায় কিনে নেয়। এখন এই খেলোয়াড় নতুন মরশুমে KKR (Kolkata Knight Riders) দলে মিচেল স্টার্কের অভাব অনেকাংশে পূরণ করতে পারেন। কারণ KKR মেগা নিলামের আগে মিচেল স্টার্ককেও ছেড়ে দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২৪-এর IPL-এ স্টার্কের পারফরম্যান্স বিশেষ কিছু ছিল না। এদিকে, তিনি গত মরশুমে সবচেয়ে দামি খেলোয়াড়ও ছিলেন।
আরও পড়ুন: ডার্বির আগেই বড় চমক! ইস্টবেঙ্গলে যোগ দিলেন নেইমার-সুয়ারেজের বিরুদ্ধে খেলা তারকা ফুটবলার
T20-তে দারুণ পারফরম্যান্স: প্রসঙ্গত উল্লেখ্য যে, T20 ক্রিকেটে এখনও পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন স্পেন্সার জনসন। সম্প্রতি তিনি বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের হয়ে দুর্ধর্ষ পারফর্ম করছেন। শুধু তাই নয়, সিডনি থান্ডারের সাথে খেলা ম্যাচে, তিনি ডেভিড ওয়ার্নারকে আউট করতে দুর্দান্ত ইয়র্কার করেছিলেন। যেটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরালও হয়।
আরও পড়ুন: বছরের শুরুতেই হার্দিককে ফের ঝটকা দেবে BCCI? চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় সিদ্ধান্তের পথে বোর্ড
T20 পরিসংখ্যান: যদি আমরা জনসনের T20 পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, এখনও পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ার হয়ে ৮ টি T20 ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ১৪ টি উইকেট নিয়েছেন। এদিকে এখনও পর্যন্ত, স্পেন্সার ৬৪ টি T20 লিগ ম্যাচ খেলেছেন। যেখানে তিনি হাসিল করেছেন ৭৯ টি উইকেট নিয়েছেন। সেখানে তাঁর সেরা পারফরম্যান্স হল ২৬ রানে ৫ টি উইকেট।