নায়িকা রূপেই আত্মপ্রকাশ, দীর্ঘদিন পর ভিলেন হয়ে সিরিয়ালে কামব্যাক জনপ্রিয় অভিনেত্রীর

বাংলাহান্ট ডেস্ক : শুরু হওয়ার অপেক্ষায় একগুচ্ছ নতুন সিরিয়াল (Serial)। শুধু প্রথম সারির চ্যানেল গুলি নয়। অন্যান্য চ্যানেলেও শুরু হতে চলেছে নানান স্বাদের বেশ কিছু ধারাবাহিক। এমনি একটি সিরিয়ালের (Serial) প্রোমো সামনে এসেছে সম্প্রতি। আর প্রথম ঝলকেই দর্শকদের নজর কেড়েছে ধারাবাহিকের গল্প। আর এই আসন্ন সিরিয়ালের (Serial) হাত ধরেই আবারো ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় নায়িকা।

নতুন সিরিয়ালে (Serial) ফিরছেন অভিনেত্রী

খুব শীঘ্রই সান বাংলায় শুরু হতে চলেছে নতুন সিরিয়াল ‘শোলক সারি’। এই সিরিয়ালে (Serial) প্রথম বার জুটি বাঁধতে চলেছেন অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় এবং নবাগতা মুখ সুকন্যা সারি’। এই সিরিয়ালে প্রথম বার জুটি বাঁধতে চলেছেন অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় এবং নবাগতা মুখ সুকন্যা চক্রবর্তী। এ খবর তো বাংলাহান্ট আগেই দিয়েছিল। আর এই সিরিয়ালেই (Serial) মুখ্য চরিত্রে থাকছেন ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী অনন্যা বিশ্বাস।

This popular actress is coming back as villain in this serial

ছোটপর্দার জনপ্রিয় মুখ তিনি: টেলিভিশন জগতে দীর্ঘদিন কাটিয়ে ফেলেছেন অনন্যা। বিভিন্ন চ্যানেলের বহু সিরিয়ালে (Serial) অভিনয় করেছেন তিনি। শুরুটাও মুখ্য চরিত্র দিয়েই হয়েছিল তাঁর। ‘ভালোবাসা ডট কম’ সিরিয়ালের (Serial) হাত ধরে অভিনয়ে পা রাখেন তিনি। তবে টাপুর টুপুর ধারাবাহিকে টুপুর চরিত্রে অভিনয় করে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছিলেন অনন্যা। এরপর একে একে কে আপন কে পর, যমুনা ঢাকি, নবাব নন্দিনী, বরণ, জগদ্ধাত্রীর মতো সিরিয়ালে (Serial) অভিনয় করেছেন তিনি।

আরো পড়ুন : অনস্ক্রিন রোম্যান্সের ছোঁয়া বাস্তবেও, একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে পড়লেন টপার সিরিয়ালের নায়ক নায়িকা!

ভিলেন হয়ে কামব্যাক: মূলত খলনায়িকার চরিত্রেই অভিনয় করতে দেখা যায় অনন্যাকে। আগামীতে শোলক সারি সিরিয়ালেও (Serial) ভিলেন রূপেই দেখা মিলবে তাঁর। প্রোমোতেই তাঁর চরিত্রটি দেখা গিয়েছে। শোলক সারি তাঁর হয়ে শাড়ি না বানানোর কথা জানালে তাদের দোকান আগুনে পুড়িয়ে দিতে দেখা যায় অনন্যার চরিত্রকে। বেশ বোঝা যাচ্ছে, শোলকের জীবনে বড় ঝড় নিয়ে আসতে চলেছেন তিনি।

আরো পড়ুন : ফিকে পড়বে বলিউডি বিয়েও, বৃন্দাবনে রাজকীয় আসর, রাশিয়ান প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন টেলি নায়ক

প্রসঙ্গত, শেষবার ‘যোগমায়া’ ধারাবাহিকে দেখা গিয়েছিল অনন্যাকে। ওই সিরিয়ালেও ভিলেন হিসেবেই ধরা দিয়েছিলেন তিনি। তবে টিআরপি তলানিতে থাকায় মাস কয়েক চলতে না চলতেই বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি। এবার তাঁর কামব্যাকে খুশি দর্শকরাও।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর