বাংলাহান্ট ডেস্ক : সিরিয়াল (Serial) মানে শুধুই যে নায়ক নায়িকা, তা কিন্তু নয়। ভিলেন, পার্শ্বচরিত্র, সব মিলিয়ে মিশিয়েই জমে ওঠে গল্প। তৈরি হয় ধারাবাহিক। বিশেষ করে কিছু কিছু সিরিয়ালে (Serial) পার্শ্বচরিত্রের জুটি এতটাই জনপ্রিয় হয় যে প্রধান জুটিকেও ছাপিয়ে যায় তাঁরা। জি বাংলা থেকে স্টার জলসা, একাধিক চ্যানেলের সিরিয়ালে (Serial) রয়েছে এমন উদাহরণ।
জি এর সিরিয়ালে (Serial) এন্ট্রি হতে পারে নতুন নায়িকার
পার্শ্ব চরিত্রের জুটি জনপ্রিয় হওয়ার পাশাপাশি এমন অনেক অভিনেতা অভিনেত্রীও আছেন, যাঁরা পরবর্তীতে প্রধান চরিত্রে আত্মপ্রকাশ করেন। কিন্তু দর্শকদের মনে গেঁথে থাকে আগের চরিত্রগুলি। এই জুটিরা পরে অন্য সিরিয়ালে (Serial) আবার একসঙ্গে ধরা দিলে আলাদাই নস্টালজিয়ায় ভাসেন দর্শকরা। এবার জি এর ধারাবাহিকেও তেমনি সম্ভাবনা তৈরি হওয়ার খবর মিলেছে।
ভালো টিআরপি তুলছে মেগা: এই মুহূর্তে জি বাংলার একাধিক ধারাবাহিক (Serial) টিআরপি তালিকায় দুর্দান্ত ফল করছে। ‘পরিণীতা’ থেকে ‘জগদ্ধাত্রী’, ‘ফুলকি’ সব মেগাই ঝুলি ভর্তি করে পয়েন্ট আনছে। বিশেষ করে ‘পরিণীতা’ বাকিদের সকলকে টক্কর দিয়ে রয়েছে তালিকার শীর্ষে। বিগত কয়েক সপ্তাহ ধরে একটানা প্রথম হয়ে চলেছে এই ধারাবাহিকটি (Serial)।
আরো পড়ুন : হারিয়েই গিয়েছিলেন সিরিয়াল থেকে, লম্বা বিরতির পর কামব্যাক জি এর নায়িকার! ভাইরাল “দুর্ধর্ষ” প্রোমো
কেন এমন গুঞ্জন: রায়ান পারুলের রসায়ন দর্শকদের খুবই মনে ধরেছে। সেই সঙ্গে পার্শ্ব চরিত্রের অভিনেতা অভিনেত্রীরাও অনবদ্য। এই সিরিয়ালেই (Serial) রায়ান ওরফে উদয় প্রতাপ সিং এর ভাই মল্লারের চরিত্রে দেখা যাচ্ছে রিয়াজ লস্করকে। তাঁর অভিনয় ইতি মধ্যেই দর্শকদের মন জিতে নিয়েছে। পাশাপাশি পরিণীতার সেটের কাণ্ডকারখানা তাঁর ভিডিওর মাধ্যমে দেখতেও বেশ পছন্দ করে দর্শকরা। এর আগে স্টার জলসায় ‘গাঁটছড়া’ সিরিয়ালে (Serial) দেখা গিয়েছিল রিয়াজকে। অনুষ্কা গোস্বামীর সঙ্গে তাঁর বনি কুণাল জুটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল।
আরো পড়ুন : থমকে একগুচ্ছ প্রোডাকশনের শুটিং! মাঝপথেই বন্ধ হবে TRP টপার সিরিয়াল?
তবে শোনা যাচ্ছে, আবারো ফিরতে চলেছে এই জুটি। তবে জলসায় নয়, জি বাংলায়। আসলে সম্প্রতি অনুষ্কার সঙ্গে ছবি শেয়ার করে ‘কুন্নি ২.০’ ক্যাপশন দিয়ে শেয়ার করেছেন রিয়াজ। দেখা গিয়েছে ‘গাঁটছড়া’র রাহুল ওরফে অনিন্দ্য চট্টোপাধ্যায়কেও, যাঁকে বর্তমানে দেখা যাচ্ছে পরিণীতায়। আর এরপরেই দর্শকদের একাংশ মনে করছে, পরিণীতা ধারাবাহিকে এন্ট্রি হতে পারে অনুষ্কার। এর আগে জলসায় ‘রোশনাই’ সিরিয়ালে নায়িকার চরিত্র থেকে মাঝপথে বাদ পড়েন তিনি। তবে রোশনাইতে রিয়াজ অনুষ্কা জুটি ফিরলে তা যে টিআরপির জন্যও ভালো হবে তা বলার অপেক্ষা রাখে না।