TRP নেই! আচমকাই বন্ধের মুখে জনপ্রিয় এই বাংলা ধারাবাহিক, হয়ে গেল অন্তিম পর্বের শ্যুটিং!

বাংলা হান্ট ডেস্কঃ স্টার জলসা, জি বাংলা হোক বা অন্য কোনও বিনোদনমূলক চ্যানেল, সর্বত্রই এখন টিআরপি শেষ কথা! রেটিং ভালো থাকলে বছরের পর বছর ধরে ধারাবাহিক (Bengali Serial) চলতে থাকে। কিন্তু দর্শকরা মুখ ফিরিয়ে নিলেই সর্বনাশ! অকালেই বন্ধ করে দেওয়া হয় সিরিয়াল। এবার যেমন জনপ্রিয় একটি বাংলা ধারাবাহিকের ওপর কোপ পড়ল!

শীঘ্রই শেষ হতে চলেছে চর্চিত এই বাংলা সিরিয়াল (Bengali Serial)!

বাংলা টেলিভিশনে শীঘ্রই একগুচ্ছ নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে। ‘তেঁতুলপাতা’, ‘অমর সঙ্গী’, ‘বসু পরিবার’ সহ একাধিক সিরিয়ালের (Serial) নাম রয়েছে সেই তালিকায়। এদিকে আসন্ন এই মেগাগুলিকে স্থান করে দিতে কোপ পড়ছে পুরনো ধারাবাহিকগুলির ওপর। এবার যেমন শোনা গেল, শেষ হতে চলেছে সান বাংলার অন্যতম পুরনো সিরিয়াল ‘সাথী’।

বর্তমান সময়ে একটি ধারাবাহিকের এক বছর সম্প্রচার হওয়াই বিরাট ব্যাপার। সেখানে ৮০০ পর্ব অতিক্রম করে ফেলেছে ‘সাথী’ (Saathi)। ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত এই মেগা তামিল ধারাবাহিক ‘রোজা’র বাংলা রিমেক ছিল। দীর্ঘদিন দর্শকদের বিনোদনের রসদ জোগানোর পর এবার শেষ হতে চলেছে ইভান-মেঘলার কাহিনী।

আরও পড়ুনঃ যৌথ পরিবারের মিষ্টি গল্প! TRP তালিকায় ঝড় তুলতে আসছে ‘মধুর হাওয়া’, রইল প্রথম প্রোমো!

ওম এবং বৃষ্টিকে নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। টাইম ল্যাপের পর সেই জায়গা নেয় ইভান এবং মেঘলা। এই চরিত্রে অভিনয় করছিলেন ইন্দ্রজিৎ বোস এবং অনুমিতা দত্ত। পরবর্তীতে অনুমিতার জায়গায় আসেন অ্যানমেরি টম। শুরুতে এই সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয়তা এবং রেটিং দুই-ই ভালো ছিল। তবে শোনা যাচ্ছে, শেষের দিকে টিআরপি কমতে শুরু করে। তাই শেষমেষ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল বলে খবর। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ‘সাথী’র অন্তিম পর্বের শ্যুটিং সম্পন্ন হয়েছে।

Bengali serial Saathi

এখন অবশ্য শুধু টিআরপি নয়, আরও নানান কারণে জনপ্রিয় ধারাবাহিক বন্ধ করে দেওয়া হচ্ছে। স্টার জলসার ‘তোমাদের রানী’র রেটিং খারাপ নয়, কিন্তু তা সত্ত্বেও মাঝপথেই বন্ধ করে দেওয়া হচ্ছে এই সিরিয়াল। শীঘ্রই সেই স্লটে ‘তেঁতুলপাতা’র সম্প্রচার শুরু হবে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর