TRP কমতেই লালবাতি! বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় এই বাংলা সিরিয়াল, মাথায় হাত দর্শকদের!

বাংলা হান্ট ডেস্কঃ টেলিপাড়ায় এখন যেন সিরিয়াল (Bengali Serial) বন্ধের ‘কম্পিটিশন’ চলছে। স্টার জলসা, জি বাংলার পর্দায় একাধিক ধারাবাহিকের সফর শেষ হয়েছে। গত মাসেই রেকর্ড সংখ্যক সিরিয়াল শেষ করেছে জি বাংলা। সেই রেশ কাটতে না কাটতেই ফের একটি জনপ্রিয় বাংলা ধারাবাহিক শেষ হতে চলল। সেই নাম প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চর্চা।

শেষ হচ্ছে জনপ্রিয় এই বাংলা ধারাবাহিক (Bengali Serial)

গত মাসে স্টার জলসা এবং জি বাংলা একগুচ্ছ সিরিয়ালে ইতি টেনেছে। জলসার (Star Jalsha) পর্দায় ‘শুভ বিবাহ’র আগমন হতেই বন্ধ করা হয়েছে ‘জল থই থই ভালোবাসা’। ‘ভক্তির সাগর’ও বেশিদিন চলতে পারেনি। অন্যদিকে জি বাংলায় (Zee Bangla) আবার ‘কোন গোপনে মন ভেসেছে’, ‘আলোর কোলে’, ‘অষ্টমী’ এবং ‘যোগমায়া’ পরপর শেষ হয়েছে। এবার সেই তালিকায় নাম তুলতে চলেছে কালার্স বাংলার (Colors Bangla) একটি মেগা।

TRP তালিকায় একটু ওপর নীচ হলেই এখন ধারাবাহিকগুলির ওপর কোপ পড়তে দেখা যায়। এবার যেমন একসময়কার চ্যানেল টপার ‘রাম কৃষ্ণা’র (Ram Krishnaa) ওপর কোপ পড়ল। বিগত প্রায় এক বছর চার মাস ধরে সম্প্রচারিত হওয়ার পর এবার শেষ হতে চলেছে এই সিরিয়াল।

আরও পড়ুনঃ বন্ধ হয়ে গেল ডালহৌসির ভাতের হোটেল! উচ্ছেদের পর কোথায় দোকান খুললেন নন্দিনী?

জনপ্রিয় এই বাংলা ধারাবাহিকের (Bengali Serial) মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নীলাঙ্কুর মুখোপাধ্যায় এবং নন্দিনী দত্ত। গত দেড় বছর রাম এবং কৃষ্ণার জীবনে একাধিক ঝড়ঝাপটা এসেছে। সেই সবকিছুর সাক্ষী থেকেছেন দর্শকরা। তবে সেই সকল ঝড়ঝাপটা কাটিয়ে হাসিমুখে বিদায় নিতে দেখা যাবে তাদের।

Bengali serial Ram Krishnaa

বর্তমানে TRP একটু কমলেই বহু সিরিয়ালের ওপর কোপ পড়তে দেখা যায়। তিন-চার মাসের মাথাতেও শেষ হয়েছে বহু মেগা। সেখানে ‘রাম কৃষ্ণা’ বিগত প্রায় দেড় বছর ধরে বিনোদনের রসদ জুগিয়ে এসেছে। শুরুতে এই ধারাবাহিক দর্শকমহলে ভালো সাড়া ফেললেও গত কয়েকমাসে আশানুরূপ পারফরম্যান্স করতে পারছিল না। শেষ অবধি সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর