বাংলা হান্ট ডেস্ক: সাধারণ মানুষদের কথা ভেবে এবং তাঁদের সুবিধার্থে একের পর এক গুরুত্বপূর্ণ প্রকল্প পরিচালনা করা হয় সরকারের তরফে। পাশাপাশি, রাজ্য সরকারগুলিও বেশ কিছু প্রকল্প পরিচালনা করে। পশ্চিমবঙ্গও (West Bengal) তার ব্যতিক্রম নয়। এদিকে, এই প্রকল্পগুলির মাধ্যমে প্রত্যক্ষভাবে লাভবান হন সাধারন মানুষেরা। এমনিতেই আমাদের রাজ্যে লক্ষীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পগুলি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে।
পাশাপাশি, প্রতিবছরই বিপুল সংখ্যক মানুষ নতুন করে এই প্রকল্পগুলির সাথে যুক্ত হচ্ছেন। তবে এবার, আরও একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। জানা গিয়েছে যে, রাজ্য সরকারের একটি প্রকল্প বেশ কয়েক বছর ধরে বন্ধ থাকলেও এবার ফের সেটি চালু করা হচ্ছে। এমতাবস্থায়, আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকলে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন। যদিও, তার জন্য মেনে চলতে হবে কিছু শর্ত। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
জানিয়ে রাখি যে, ২০১৪ সালে লোকশিল্পীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতির জন্য রাজ্য সরকারের তরফে বাংলায় লোকপ্রসার প্রকল্প (Lokprasar Prakalpa) চালু করা হয়। তবে, এই প্রকল্পটি ২০১৭ সালে বন্ধ হয়ে যায়। কিন্তু, এবার সেটি ফের শুরু হতে পারে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: অর্থনৈতিক সঙ্কটের মধ্যেই এবার নয়া বিপদ পাকিস্তানে! আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন ২২ লক্ষ মানুষ
শুধু তাই নয়, এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিকদের কাছে নির্দেশিকাও পাঠানো হয়েছে। যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, আগের নিয়ম অনুযায়ী জেলা তথ্য ও সংস্কৃতি দফতরকে বিশেষ অডিশনের ব্যবস্থা নিতে হবে এবং নির্দিষ্ট নিয়মেই চূড়ান্ত তালিকা তৈরি হবে।
আরও পড়ুন: হয়ে যান চিন্তামুক্ত! LIC-র এই দুর্ধর্ষ প্ল্যানে একবার টাকা জমা করলেই সারাজীবন মিলবে পেনশন
প্রসঙ্গত উল্লেখ্য যে, বাংলার লোকশিল্পীদের সাহায্যার্থেই শুরু করা হয় এই প্রকল্প। যেটির মাধ্যমে ৬০ বছরের বেশি বয়সী শিল্পীদের মাসিক ১,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। পাশাপাশি, লোকশিল্পীদের প্রদান করা হবে পরিচয়পত্রও। তবে, মাথায় রাখতে হবে যে, এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এছাড়াও থাকতে হবে বৈধ ঠিকানা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট।