বাংলাহান্ট ডেস্ক : কম বয়সে অভিনয়ে পা দিয়ে দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন, ছোটপর্দায় (Serial) এমন অভিনেতা অভিনেত্রীর সংখ্যা কম নেই। এই প্রতিবেদনে এমন একজন অভিনেতার কথা বলব যিনি খুব কম বয়সেই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন টেলিভিশনে। ‘সৌদামিনীর সংসার’ সিরিয়ালে (Serial) তাঁর অভিনয় অচিরেই মন কেড়ে নিয়েছিল দর্শকদের। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে।
বড়পর্দায় পা রাখতে চলেছেন সিরিয়ালের (Serial) অভিনেতা
তিনি অধিরাজ গঙ্গোপাধ্যায়। বাংলা সিরিয়ালের (Serial) অতি পরিচিত মুখ। একসময় নায়ক হয়ে মন জয় করলেও বর্তমানে বেশিরভাগ পার্শ্ব চরিত্রেই দেখা মেলে তাঁর। তবে এবার দর্শকদের জন্য এল বড় খবর। আবারো মুখ্য চরিত্রে ফিরতে চলেছেন অধিরাজ। তবে রয়েছে বড় চমক। এবার আর ছোটপর্দায় (Serial) নয়, সিনেমায় ডেবিউ করতে চলেছেন অভিনেতা।
ছবির গল্প কী: এস এস এন্টারটেনমেন্ট প্রযোজিত ছবিতে অভিষেক করতে চলেছেন অধিরাজ। প্রদীপ বিশ্বাসের পরিচালনায় এই ছবির নাম ‘সেকেন্ড উইশ’। জীবনের পাওয়া, না পাওয়ার মাঝের টানাপোড়েনের মাঝে পড়ে পরিস্থিতির শিকার হয় এক যুগল। ভালোবাসার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে তারা। তারপর? সমস্ত বাধা পেরিয়ে কীভাবে সুখের খোঁজ পাবে তারা? সেটাই উঠে আসবে এই গল্পে।
আরো পড়ুন : বাংলা ইন্ডাস্ট্রিতেই “গোপন” সম্পর্ক ‘রাণীমা’র, নতুন প্রেমিকের পরিচয় ফাঁস করলেন দিতিপ্রিয়া!
কারা থাকছেন ছবিতে: দারিদ্রতা, বাস্তবকে তুলে ধরবে এই ছবির গল্প। জানা গিয়েছে, সুন্দরবনের আশেপাশের অঞ্চলে হয়েছে ছবির শুটিং। মুখ্য চরিত্রে অধিরাজের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী অর্ণা ধরকে। এছাড়াও থাকছেন সঞ্জীব সরকার। এই প্রথম বার পর্দায় জুটি বাঁধতে চলেছেন অধিরাজ অর্ণা।
আরো পড়ুন : ডিভোর্সি ফুটবলারের সঙ্গে প্রেম, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জলসার নায়িকা
প্রসঙ্গত, ছোটপর্দার খুবই জনপ্রিয় মুখ অধিরাজ। সৌদামিনীর সংসার (Serial) এর হাত ধরে জনপ্রিয়তা পেলেও ‘কৃষ্ণকলি’ সিরিয়ালেও তাঁর অভিনয় নজর কেড়েছিল। পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। শেষবার ‘যুগনায়ক স্বামী বিবেকানন্দ’ ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। এবার বড়পর্দায় তিনি কতটা মন জয় করতে পারেন সেটাই দেখার।