বিয়ের ১০ দিন পরেই ফের বাজল সানাই, রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় বার বরবেশে জনপ্রিয় সিরিয়ালের নায়ক!

বাংলাহান্ট ডেস্ক : বড়পর্দা থেকে ছোটপর্দা, সর্বত্রই এখন বিয়ের সানাই। গত বছর থেকেই পরপর বিয়ের পিঁড়িতে বসতে দেখা যাচ্ছে নামী অভিনেতা (Serial) অভিনেত্রীদের। তাঁদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হুড়োহুড়ি পড়ে অনুরাগীদের মাঝে। প্রিয় তারকাদের বিয়ের খুঁটিনাটি জানতে সকলের আগ্রহ থাকে দেখার মতো।

ফের দ্বিতীয় বিয়ে করছেন সিরিয়াল (Serial) নায়ক

মাত্র কিছুদিন আগেই শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে রুবেল দাসের বিয়ে নিয়ে শোরগোল পড়েছিল টেলিপাড়ায়। বিয়ের জাঁকজমকে চোখ ধাঁধিয়ে গিয়েছিল সকলের। ছোটপর্দার তারকাদের ঢল নেমেছিল শ্বেতা রুবেলের বিয়েতে। তাঁদের আইবুড়োভাত থেকে রিসেপশন, বিয়ের প্রতিটি অনুষ্ঠান নিয়েই উন্মাদনা ছিল দেখার মতো। কিন্তু বিয়ের পর দু সপ্তাহও কাটতে পারল না, ফের দ্বিতীয় বিয়ে করতে চলেছেন রুবেল!

This popular serial actor is going to marry again after first wedding

কী ঘটেছে ব্যাপারটা: হ্যাঁ, ঠিকই পড়েছেন। শ্বেতার সঙ্গে বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই ফের আরেকটি বিয়ে করতে চলেছেন রুবেল। তবে চিন্তার কারণ নেই। বাস্তবে নয়, সবটাই ঘটতে চলেছে সিরিয়ালে (Serial)। আসলে এই মুহূর্তে ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে রুবেলকে। সৃজনের স্মৃতি হারিয়েছে বহু বছর। এবার তাকে ফিরে পেয়ে তার স্মৃতি ফেরাতে তৎপর পর্ণা (Serial) সহ দত্ত পরিবার।

আরো পড়ুন : ডবল ডবল সুখবর! বাবা হওয়ার আগেই একরত্তি সদস্য এল ‘ফুলকি’ নায়কের ঘরে

কী হবে সিরিয়ালে: সম্প্রতি জি বাংলার ‘ধুন্ধুমার ২ দিন’এ এসেছে নিম ফুলের (Serial) প্রোমো। সেখানেই ফের বরবেশে দেখা মিলেছে রুবেল থুড়ি সৃজনের। প্রথমে মোহিনীর সঙ্গে বিয়ে হওয়ার কথা থাকলেও পর্ণার বুদ্ধিতে বিয়ে হবে তার সঙ্গেই। বিয়ের সমস্ত নিয়ম পালন করতে গিয়েই স্মৃতি ফিরে আসে সৃজনের। সব মিলিয়ে বেশ উত্তেজনায় ভরা পর্ব হতে চলেছে নিম ফুলের মধু সিরিয়ালে (Serial)।

আরো পড়ুন : ভেঙে গেল জুটি, শুরুর আগেই হিরোইন বদল এই মেগায়!

গত ১৯ শে জানুয়ারি বিয়ে সেরেছেন শ্বেতা এবং রুবেল। বিয়ে পর্ব মেটার দুদিন পরেই শুটিংয়ে ফিরে গিয়েছেন দুজনে। রুবেল শুরু করেছেন নিম ফুলের মধু সিরিয়ালের শুটিং। অন্যদিকে শ্বেতাও মেহেন্দি ঢেকে শ্যামলী হয়ে ফিরেছেন কোন গোপনে মন ভেসেছের সেটে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর