স্বামীর সঙ্গে বিচ্ছেদ, জলসার মেগা থেকে বাদ, দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরলেন জনপ্রিয় নায়িকা

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক : বাংলা টেলিভিশনে (Serial) এমন অনেক অভিনেতা অভিনেত্রীরাই আছেন, যাঁরা একসময় বেশ জনপ্রিয় হলেও ধীরে ধীরে অভিনয় জগৎ থেকে দূরে সরে গিয়েছেন। একসময়ের অত্যন্ত পরিচিত মুখদের দীর্ঘদিন দেখা যায় না কোনো সিরিয়ালে (Serial)। হঠাৎ করেই তাঁদের কামব্যাকের খবর আসলে বা তাঁদের পর্দায় দেখা গেলে তাই উচ্ছ্বসিত হয়ে ওঠেন দর্শকরা। সম্প্রতি এমনি এক জনপ্রিয় অভিনেত্রীর কামব্যাকের খবরে খুশি হয়ে উঠেছেন অনুরাগীরা।

দীর্ঘদিন পর টেলিভিশনে ফিরলেন সিরিয়াল (Serial) নায়িকা

ছোটপর্দার দীর্ঘ দিনের সদস্য অভিনেত্রী। বিভিন্ন সিরিয়ালে (Serial) মুখ্য চরিত্রে এবং নানান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন দর্শকদের মন জয় করেছেন। তিনি নবনীতা দাস। টেলিভিশনে (Serial) বেশ কয়েক বছর আগেই পা রেখেছিলেন তিনি। উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় ধারাবাহিক। তবে দীর্ঘদিন তাঁকে নতুন কোনো সিরিয়ালে দেখা যায়নি।

This popular serial actress came back to television

বাদ পড়েছিলেন সিরিয়াল থেকে: বছর কয়েক আগে নবনীতা অভিযোগ করেছিলেন, স্টার জলসার ‘পঞ্চমী’ সিরিয়ালে (Serial) নাকি তাঁকে কাস্ট করেও পরে বাদ দেওয়া হয়েছিল। বেশ অনেকদিন ধরেই ছোটপর্দা যে দূরে রয়েছেন তিনি। পাশাপাশি ব্যক্তিগত জীবনেও একটা ঝড় এসেছিল নবনীতার। তবে সেসব কাটিয়ে এবার আবারো টেলিভিশনে ফিরছেন অভিনেত্রী।

আরো পড়ুন : কাঁটায় কাঁটায় টক্কর, ‘জগদ্ধাত্রী’কে টাইট দিতে “হুঁশ ওড়ানো” প্রোমো আনল ‘কথা’!

টেলিভিশনে ফিরলেন অভিনেত্রী: আবারো ছোটপর্দায় দেখা গেল নবনীতাকে। তবে কোনো নতুন সিরিয়াল (Serial) নয়, সান বাংলার নন ফিকশন শো ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’এ বিশেষ পর্বে প্রতিযোগী হয়ে খেলতে এসেছিলেন তিনি। দীর্ঘদিন পর আবারো তাঁকে পর্দায় দেখতে পেয়ে খুশি দর্শকরা। তবে শীঘ্রই নতুন কোনো প্রোজেক্টে নবনীতাকে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।

আরো পড়ুন : ১৫ ফেব্রুয়ারির মধ্যেই…..এবার “খেল খতম” ইউনূস সরকারের! ফের বড়সড় পরিবর্তনের পথে বাংলাদেশ

প্রসঙ্গত, ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালের পরেই নবনীতা আর জিতু কামালের বিচ্ছেদের খবর শোনা যায়। নিজেই বিচ্ছেদের কথা জানিয়েছিলেন তিনি। বিয়ের ফুল, তুমি আশেপাশে থাকলে-র পর আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি নবনীতাকে। তাঁকে নতুন সিরিয়ালে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X