জি বাংলার ঘরের মেয়ে, লম্বা বিরতির পর চ্যানেল বদলে জলসায় ফিরছেন জনপ্রিয় নায়িকা!

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে নতুন সিরিয়াল (Serial) শুরুর সঙ্গে সঙ্গে ‘ঘর ওয়াপসি’ পর্ব চলছে জনপ্রিয় তারকাদের। এমন অনেকেই আছেন যাঁরা ছোটপর্দা থেকে জনপ্রিয়তা পেলেও পরবর্তীতে সিনেমা আর ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছেন। দীর্ঘদিন কোনো সিরিয়ালে (Serial) দেখা যায় না তাঁদের। এমনি এক জনপ্রিয় নায়িকা এবার কামব্যাক করছেন ছোটপর্দায়।

সিরিয়ালে (Serial) কামব্যাক করছেন তারকারা

এটা যেন কামব্যাকেরই সময় চলছে নায়ক নায়িকাদের। ছোটপর্দার (Serial) জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনের পর্দা কাঁপানোর পর পাড়ি দিয়েছেন সিনেমা, ওয়েব সিরিজে। তবে সিরিয়ালের টান ছাড়তে পারেননি তাঁরা। সেই টানেই জি বাংলায় ফিরেছেন দিতিপ্রিয়া রায় এবং জিতু কামাল। তাঁদের নতুন সিরিয়াল ‘চিরদিনই তুমি যে আমার’ (Serial) শুরু হয়েছে সম্প্রতি।

This popular serial actress is returning to this channel

ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী: অন্যদিকে স্টার জলসাতেও নতুন ধারাবাহিক (Serial) নিয়ে কামব্যাক করেছেন তৃণা সাহা। বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা ইন্দ্রজিৎ বসু। এবার এই তালিকায় নাম লেখাতে চলেছেন আরেকজন জনপ্রিয় নায়িকা। তিনি বিভিন্ন চ্যানেলে একাধিক সিরিয়ালে (Serial) কাজ করেছেন।

আরো পড়ুন : ফের কাঁচি আরেক মেগার উড়ানে, ফেলে যাওয়া স্লট দখল করবে কে?

জলসার পর্দায় ফিরছেন অভিনেত্রী: জি বাংলায় শেষ সিরিয়ালে (Serial) দেখা গিয়েছে তাঁকে। বাংলা টেলিভিশনের ইতিহাসে সবথেকে কমবয়সী শাশুড়ির ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তিনি স্বস্তিকা দত্ত। ছোটপর্দা (Serial) কাঁপানোর পর বর্তমানে সিরিজ এবং সিনেমায় দেখা যাচ্ছে। তবে এবার এল সুখবর। দীর্ঘদিন পর স্টার জলসায় ফিরছেন নায়িকা।

আরো পড়ুন : জব্বর চমক! TRP ধরতে “মোক্ষম” টুইস্ট, জলসার সিরিয়াল দিয়েই অভিনয়ে এন্ট্রি রাজ-কন্যা ইয়ালিনীর?

তবে এখনই কোনো ধারাবাহিক নয়। স্টার জলসার আসন্ন পরিবার অ্যাওয়ার্ডসে তাঁকে সঞ্চালনা করতে দেখা যাবে। আগামী ১৬ ই মার্চ রবিবার সম্প্রচারিত হবে এই অ্যাওয়ার্ড শো। তবে স্বস্তিকাকে খুব শীঘ্রই কোনো ধারাবাহিকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর