বাংলাহান্ট ডেস্ক : ক্যালেন্ডারে এখন ভরা ফাল্গুন। চলছে বিয়ের মরশুমও। তার মাঝেই ফের বিচ্ছেদ চর্চা টেলিপাড়ায়। কেন্দ্রে ছোটপর্দার (Serial) জনপ্রিয় জুটি, যাঁরা এর আগেও থেকেছেন বিচ্ছেদের গুঞ্জনের জন্য চর্চায়। শোনা যাচ্ছে, এতদিন নাকি ‘চুক্তির বিয়ে’তে ছিলেন টেলিপাড়ার (Serial) এই জনপ্রিয় জুটি। তবে এবার তাঁরা বিচ্ছেদ করতে চলেছেন।
বিয়ে ভাঙছে সিরিয়ালের (Serial) জনপ্রিয় জুটির
টেলিপাড়ার (Serial) অতি পরিচিত মুখ তাঁরা। দুজনেই জনপ্রিয় নায়ক নায়িকা। একসঙ্গে কাজ করতে গিয়েই প্রেম হয় দুজনের। দীর্ঘ প্রেমের পর ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন বাস্তবের জুটি। কিন্তু গুঞ্জন বলছে, সেটা নাকি ছিল ‘চুক্তির বিয়ে’। গুঞ্জন এও বলছে, বিয়ের ৬ মাস পেরোতে না পেরোতেই আলাদা হয়ে যান তাঁরা। যদিও সমাজের চোখে তাঁরা এখনো ‘জুটি’। বিভিন্ন ইভেন্টেও পাশাপাশি হাসিমুখে দেখা মেলে দুজনের।
আলাদা থাকছেন দুজনে: এদিকে তাঁদের নিয়ে রয়েছে একাধিক চর্চা। নায়িকা নাকি সম্পর্কে জড়িয়েছেন এক পরিচালকের সঙ্গে। বিরতির পর এবার নতুন সিরিয়ালে (Serial) ফিরতে চলেছেন তিনি। অন্যদিকে নায়ক রয়েছেন প্রতিদ্বন্দ্বী চ্যানেলের সিরিয়ালে (Serial) মুখ্য চরিত্রে। নিজেদের কাজের জায়গায় কোনো কিছুর আঁচই পড়তে দেননি তাঁরা।
আরো পড়ুন: প্রোমো শুট সারা, হইহই করে শুটিং শুরু আরো এক মেগার, কোন স্লটে আসছে জি এর নতুন সিরিয়াল?
বিচ্ছেদের পথে হাঁটবেন: এর আগেও অবশ্য এই জুটির (Serial) বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। এখন নাকি আর একসঙ্গে থাকেনও তাঁরা। স্রেফ বাকিদের চোখে সাজিয়ে রেখেছেন ‘মিথ্যে’ বিয়ের ‘নাটক’। তবে এবার টেলিপাড়ার অন্দরের গুঞ্জন বলছে, এবার নাকি যবনিকা পতন হতে চলেছে।
আরো পড়ুন : আবির জমানা শেষ, জলসার পাট চুকিয়ে জি বাংলায় ফিরছেন যিশু! এবার কোন ভূমিকায়?
এর আগে জুটির আলাদা হয়ে যাওয়ার গুঞ্জন ছড়ালেও কার্যক্ষেত্রে তেমন কিছুই হয়নি। এবারও কি নিজেদের মতো করেই থেকে যাবেন তাঁরা, নাকি হাঁটবেন বিচ্ছেদের পথে? স্টুডিও পাড়ায় অব্যাহত গুঞ্জন।