Maruti Swift-কে টক্কর দেবে Tata-র এই দুর্ধর্ষ গাড়ি, কেনার জন্য হুড়োহুড়ি ক্রেতাদের, মিলবে বিশাল মাইলেজ

   

বাংলা হান্ট ডেস্ক: গাড়ি প্রেমীরা এখন নতুন Maruti Swift ২০২৪-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু এরই মধ্যে Tata-র একটি গাড়ি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেটি হল Tata Punch। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল সংস্থার এই অন্যতম কম্প্যাক্ট SUV Tata Punch দেশের সর্বাধিক বিক্রি হওয়া গাড়ির তালিকায় একদম শীর্ষস্থানে উঠে এসেছে।

Tata Motors-এর এই গাড়িতে CNG ইঞ্জিনের পাশাপাশি, ইলেকট্রিক ইঞ্জিনের অপশন উপলব্ধ রয়েছে। এদিকে, বর্তমানে Swift শুধুমাত্র পেট্রোল এবং CNG ইঞ্জিনের সাথে উপলব্ধ রয়েছে। এমতাবস্থায়, কোম্পানি Swift-এর EV ভার্সন নিয়ে কাজ করছে। এদিকে, ২০২৪ সালের এপ্রিল মাসে মোট ১৯,১৫৮ ইউনিট Punch ইউনিট বিক্রি হয়েছে। যেখানে এপ্রিল ২০২৩-এ এই সংখ্যা ছিল মাত্র ১০,৯৩৪ ইউনিট।

এই বছর কোন মাসে কত Punch বিক্রি হয়েছে: ২০২৪ সালের জানুয়ারিতে মোট ১৭,৯৭৮ ইউনিট Tata Punch বিক্রি হয়েছে। ফেব্রুয়ারিতে এই সংখ্যা ছিল ১৮,৪৩৮। পাশাপাশি মার্চ এবং এপ্রিলে যথাক্রমে ১৭,৫৪৭ এবং ১৯,১৫৮ ইউনিট Tata Punch বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে।

This powerful car from Tata will compete with Maruti Swift.

রয়েছে দুর্ধর্ষ ফিচার্স:
* Tata Punch একবার ফুল চার্জে ৪২১ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।
* কোম্পানির দাবি করেছে যে এই গাড়িটি CNG-তে ২৬.৯৯ km/kg এবং পেট্রোলে ২০.০৯ kmpl মাইলেজ দেয়।
* একটি বড় পরিবারের জন্য গাড়িটিতে ৩৬৬ লিটারের একটি বুট স্পেস রয়েছে।
* টাটার এই গাড়িটির ১৮৭ মিমির গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে। এমতাবস্থায়, খারাপ রাস্তাতেও এই গাড়িটি আরামদায়ক সফরের অভিজ্ঞতা প্রদান করে।
* পাশাপাশি Tata Punch-এ ক্যামেরা এবং LED লাইট উপলব্ধ রয়েছে।

আরও পড়ুন: “পুরোটাই আমাদের….”, PoK-র বিক্ষোভ নিয়ে বড় প্রতিক্রিয়া ভারতের, তীব্র ভর্ৎসনার মুখে পড়ল পাকিস্তান

Tata Punch-এর সর্বোচ্চ গতি ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা: জানিয়ে রাখি যে, এই গাড়িটির বেস মডেলের এক্স-শোরুম দাম হল ৭.৫৪ লক্ষ টাকা। এটির CNG মডেলের প্রারম্ভিক মূল্য হল ৮.৮৭ লক্ষ টাকা। পাশাপাশি, টপ ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে ১২.৮৫ লক্ষ টাকায়। Tata Punch-এ রয়েছে ১৬ ইঞ্চির বড় টায়ার। এদিকে, গাড়িটির সর্বোচ্চ গতি হল ১৪০ kmph। গাড়িটিতে ১.২ -লিটারের ইঞ্জিন রয়েছে। যেটিতে ৮৪ bhp শক্তি এবং ১১৩ Nm টর্ক উৎপন্ন হয়।

আরও পড়ুন: আয়তনে জার্মানির সমান, ১০ বছরে ভারতে যুক্ত হয়েছে ৩১,০০০ কিমির রেলপথ! জানালেন রেলমন্ত্রী

নতুন Swift -এ রয়েছে Z সিরিজের হাইব্রিড ইঞ্জিন: জানিয়ে রাখি যে, নতুন Swift 9 লঞ্চ হবে আগামী ৯ মে। বর্তমানে, এটির এক্স-শোরুম প্রারম্ভিক মূল্য হল ৭.৫৭ লক্ষ টাকা। গাড়িটিতে নতুন Z সিরিজের একটি হাইব্রিড ইঞ্জিন উপলব্ধ থাকবে। যেটি উচ্চ মাইলেজ এবং পিকআপ প্রদান করবে। পাশাপাশি, গাড়িটিতে 1197 cc-র একটি শক্তিশালী পেট্রোল ইঞ্জিন রয়েছে। এটিতে CNG ইঞ্জিনের বিকল্পও রয়েছে। কিন্তু, এই গাড়ির ইলেকট্রিক ইঞ্জিন এখনও উপলব্ধ হয়নি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর