বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে।
নেটদুনিয়ায় এখন শুধু মানুষই নয়, পশুপাখিও রীতিমতো তারকা। এমনকি জনপ্রিয়তায় তারা টেক্কা দিতে পারে তাবড় তাবড় তারকাদেরও। এমনই এক নেটতারকা হল এক খরগোশ (rabbit)। ইনস্টাগ্রামে সবাই তাকে চেনে বিগ কোকো পাফ (big cocoa puff) বলে। তবে খরগোশ শব্দটা শুনেই যদি আপনার মনে ছোট্ট, নরম একটি প্রাণীর চিত্র ভেসে ওঠে তবে ভুল করবেন। এই খরগোশ আকারে প্রায় একটি কুকুর বা বিড়ালের সমান।
কোকোর বাড়ি
বাদামি বর্ণের নাদুস নুদুস কোকো পাফ নিজের পরিবারের সঙ্গে থাকে ওয়াশিংটনের সিয়াটলে। কোকো রীতিমতো প্রশিক্ষণপ্রাপ্ত খরগোশ। পোশ্য কুকুর বা বিড়ালের মতো সেও মালিকের কথা দিব্যি মেনে চলে।
https://www.instagram.com/p/CA5quJcAm-S/?igshid=1iu9zqww4k107
https://www.instagram.com/p/CAx4T0vgWpu/?igshid=fobtue4xbbwd
কুকুর বিড়াল ছেড়ে খরগোশ কেন?
কোকোর মালকিন লিন্ডসে জানান, ভাড়া বাড়িতে থাকার দরুন বিড়াল বা কুকুর পোষার ষমতা ছিল না তাদের। তাই তারা ঠিক করেন খরগোশ পুষবেন।
https://www.instagram.com/p/B_0Lx2Slg5w/?igshid=xv6eapsgo94a
https://www.instagram.com/p/B_SqpQeFMaM/?igshid=oodccnweblpt
মেয়েও পশুপ্রেমী
লিন্ডসে আরও জানান, তাঁর মেয়ে পশুপ্রেমী। তাই পরিবারে একটি পোষ্য রাখতে চাইছিলেন তারা। সেই কারনেই একটি বড় খরগোশের খোঁজ শুরু করেন তারা যে বাড়ির ছোটদের সঙ্গে সহজে মিশে যেতে পারে।
https://www.instagram.com/p/B_krAyqFfM1/?igshid=1iwkx6gurpvnf
কোকো যেন পরিবারের সদস্য
কোকোকে খুবই যত্ন সহকারে রাখা হয় এই পরিবারে। যেখানেই যাওয়া হয় কোকোকে সঙ্গে নিয়ে যাওয়া হয়। লিন্ডসে বলেন, নতুন জায়গায় প্রথমে একটু মানাতে অসুবিধা হলেও পরে ঠিক হয়ে যায় কোকো।
https://www.instagram.com/p/B-fdYh_lAds/?igshid=19mpwdthgns23
https://www.instagram.com/p/B5dSps-lJ9X/?igshid=1u5dhd51jp7r4
একটাই খারাপ অভ্যাস কোকোর
কোকোর চেহারাটা বিশাল হওয়ার দরুন ডায়েটটাও বেশ তাগড়া। প্রতিদিন দু প্লেট সবুজ শাকসবজি খায় কোকো। আম ও কলা তার বিশেষ পছন্দের। কিন্তু তার একটাই খারাপ অভ্যাস। বাড়িতে ইলেকট্রিক, কম্পিউটারের তার, মোবাইল চার্জারের তার দেখলেই দাঁত দিয়ে কাটতে থাকে কোকো।