হয়ে যান সতর্ক! পাল্টে যাচ্ছে ব্যাঙ্ক লকারের এই নিয়ম, সরকার নিল বড় সিদ্ধান্ত

বাংলা হান্ট ডেস্ক: এবার ব্যাঙ্ক লকার (Bank Locker) নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই সম্পর্কিত ব্যাঙ্কিং আইন (সংশোধনী) বিল, ২০২৪ পেশ করেছেন। ওই বিলে ব্যাঙ্ক লকারের জন্য নমিনির সংখ্যা বাড়ানোর প্রস্তাব রয়েছে। মূলত, সরকারের তরফে নমিনির সংখ্যা বৃদ্ধি করে ৪ জন করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

পাল্টে যাবে ব্যাঙ্ক লকারের (Bank Locker) এই নিয়ম:

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, নমিনি হলেন এমন একজন ব্যক্তি যিনি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পরে ব্যাঙ্কের লকারে (Bank Locker) রাখা জিনিসগুলি দখল করতে পারেন। ব্যাঙ্ক লকার নমিনি নিয়মের অধীনে, একজন গ্রাহক দু’ভাবে ৪ জনকে মনোনীত করতে পারেন।

   

This rule of bank locker is changing.

প্রথমত, গ্রাহক কর্তৃক ৪ জন মনোনীত ব্যক্তির ব্যাঙ্ক লকারের (Bank Locker) অধিকার নির্ধারিত শেয়ার অনুসারে দেওয়া হবে। দ্বিতীয়ত, গ্রাহক অগ্রাধিকার ভিত্তিতে ৪ জন মনোনীতকে যুক্ত করতে পারেন। এই নিয়মে, অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পরে, নির্দিষ্ট নমিনির প্রথম অধিকার থাকবে। তিনিও মারা গেলে অন্যান্য নমিনিদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন: আর নেই রক্ষে! বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, বাংলায় এবার দাপট দেখাবে বৃষ্টি

এখন কি নিয়ম: কোনও গ্রাহক ব্যাঙ্কে লকার (Bank Locker) খুলে থাকলে, তাঁকে নমিনি রাখতে বলা হয়। যদি তিনি কাউকে নমিনি করে থাকেন, তাহলে তাঁর মৃত্যুর পর সেই নমিনির লকার খোলার এবং তাঁর জিনিসপত্র দখল করার অধিকার রয়েছে। তখন নমিনির ওপর নির্ভর করে যে তিনি সেই লকারটি চালিয়ে যাবেন নাকি জিনিসপত্র বের করার পরে সেটি বন্ধ করবেন। লকার জারি রাখতে প্রয়োজনীয় কাগজপত্র সহ ব্যাঙ্কে আবেদন করতে হবে।

আরও পড়ুন: পূরণ হচ্ছে ব্যবহারকারীদের দীর্ঘদিনের “ডিমান্ড”! এবার WhatsApp নিয়ে আসছে এই দুর্দান্ত ফিচার

ব্যাঙ্ক লকার কি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ব্যাঙ্ক লকার (Bank Locker) হল ব্যাঙ্কগুলির তরফে প্রদান করা একটি বিশেষ সুবিধা। ব্যাঙ্ক লকার অত্যন্ত গোপন এবং নিরাপদ বিষয়। শুধুমাত্র গ্রাহককেই ব্যাঙ্ক লকারে প্রবেশাধিকার দেওয়া হয়। অর্থাৎ পরিবারের সদস্য বা অন্য কাউকে লকার খুলতে দেওয়া হয়না। এটিকে সেফ ডিপোজিট লকারও বলা হয়। ব্যাঙ্ক এই সুবিধার জন্য বার্ষিক চার্জ নেয়। ব্যাঙ্কের লকার খুলতে দু’টি চাবি লাগে। একটি চাবি গ্রাহকের কাছে থাকে এবং অন্যটি ব্যাঙ্ক ম্যানেজারের কাছে থাকে। উভয় চাবি ঢোকানো না পর্যন্ত লকার খোলে না।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর