প্রথম পাঁচে থেকেও এত বড় “ঝটকা”! রাতারাতি বদলে যাচ্ছে জলসার জনপ্রিয় মেগার নায়ক-নায়িকা

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে যেকোনো সিরিয়ালের (Serial) কাছে টিআরপিটাই সবথেকে বড় ব্যাপার। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নম্বর তুলতে হবে যেনতেন প্রকারেণ। শুধু টিআরপি তুললেই হবে না, ধরে রাখতে হবে জনপ্রিয়তা। কিন্তু টিআরপি (Serial) ভালো থাকা সত্ত্বেও মাঝে মাঝে এমন ঝটকা আসে যে চমকে যান দর্শকরাও।

জনপ্রিয় সিরিয়ালে (Serial) আসতে চলেছে বড় মোড়

বর্তমানে বেশ কিছু সিরিয়াল (Serial) ভালো টিআরপি তুলে দর্শকদের নজর কেড়ে নিয়েছে। তবে তাও ভালো নম্বর তোলা সত্ত্বেও অনেক সময় কিছু সিরিয়ালের (Serial) বিষয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয় তা ঠিক নয়। এর আগে ভালো টিআরপি থাকা সত্ত্বেও স্লট বদল হয়েছিল একটি ধারাবাহিকের। এবার আরেকটি খবরে হইচই পড়ে গিয়েছে দর্শক মহলে।

This serial actor actress are changing for this reason

বদলে যাবে নায়ক নায়িকা: গুঞ্জন বলছে, বড়সড় বদল আসতে চলেছে ‘কথা’ সিরিয়ালে (Serial)। নায়ক নায়িকার ক্ষেত্রেও হবে বদল। তবে সেটা বাংলা সিরিয়ালে নয়। আসলে কথা ধারাবাহিকটি (Serial) এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে এটির হিন্দি রিমেক বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন : দুই চ্যানেলের জোড়া সিরিয়ালে মুখবদল! হঠাৎ কেন এত বড় সিদ্ধান্ত?

কারা থাকছেন নতুন চরিত্রে: জানা যাচ্ছে, হিন্দি সিরিয়ালটির (Serial) নাম হতে চলেছে ‘কভি নিম নিম, কভি শহেদ শহেদ’। এখানে নায়কের নাম এভি থেকে বদলে রাখা হবে ইউভি। এই চরিত্রে দেখা যাবে অভিনেতা আব্রার কাজিকে। তবে নায়িকার ভূমিকায় কে থাকছেন তা এখনো স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, আইপিএল শেষ হওয়ার পরেই শুরু হবে ধারাবাহিকটি (Serial)।

আরো পড়ুন : বিজেতা হওয়ার দৌড়ে এগিয়ে, ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগী মানসীর আসল পরিচয় জানেন?

প্রসঙ্গত, স্টার জলসার জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম ‘কথা’। মাঝে কিছুদিন টিআরপিতে পিছিয়ে থাকলেও বিগত কয়েক সপ্তাহে নম্বর বাড়িয়ে আবারও প্রথম পাঁচে উঠে এসেছে ধারাবাহিকটি। কথা এভি জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর