নতুন সিরিয়ালে ফিরেছে জনপ্রিয় জুটি, শুটিংয়ের ফাঁকেই মন দেওয়া নেওয়া টেলিপাড়ায়!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : একসঙ্গে কাজ করতে গিয়ে তো অফস্ক্রিনেও জমে ওঠে প্রেম। টেলিপাড়া (Serial) এমন বহু বাস্তব প্রেমের সাক্ষী থেকেছে। দিনের পর দিন একসঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবেই পরস্পরের প্রেমে পড়েছেন নায়ক নায়িকা। বিয়েও করেছেন। এবার তেমনি আরেক প্রেমের গল্পের গুঞ্জন তুঙ্গে টেলিপাড়ায়।

সিরিয়ালের (Serial) নায়ক নায়িকার প্রেমের গুঞ্জন তুঙ্গে

একসঙ্গে কাজ করতে গিয়ে নায়ক নায়িকাদের মনেও লাগে ভালোবাসার রঙ। অনস্ক্রিনে সম্পর্কটা যেমনি হোক না কেন, বাস্তবে গাঁটছড়া বাঁধতে দেখা গিয়েছে অনেক জনকেই। এবার আরো এক সিরিয়ালের (Serial) নায়ক নায়িকাদের নিয়ে প্রেমের গুঞ্জন ডানা মেলল টেলিপাড়ায়।

This serial actor actress rumoured to be dating

আবার জুটি বেঁধেছেন দুজনে: এই মুহূর্তে সান বাংলায় সম্প্রচারিত হচ্ছে ‘দেবী বরণ’ সিরিয়ালটি (Serial)। কয়েক মাস বাদে এই সিরিয়ালেই ফের জুটি বেঁধেছেন অ্যানমেরী টম এবং সিদ্ধার্থ। দেবী আর অনিকেতের জুটি এর মধ্যেই নজর কেড়েছে দর্শকদের। দুজনের অনস্ক্রিন রসায়নে ভর করে জমে উঠেছে গল্প। শুটের ফাঁকে দিব্যি খুনসুটি চলে দুজনের মধ্যে।

আরো পড়ুন : উলটে যাবে TRP, “তাক লাগানো” টুইস্ট দিয়েই ধরাছোঁয়ার বাইরে জলসা কাঁপানো মেগা!

কী জানান নায়িকা: সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অ্যানমেরী বলেন, তাঁর কথা বলার পরিমাণ বেড়েছে আগের থেকে। অন্যদিকে চুপচাপ সিদ্ধার্থর ধৈর্য্য শক্তি বেড়েছে। দুজনেই মজা করে জানান, অফস্ক্রিনে প্রায় রোজই ঝগড়া লাগে দুজনের। শুধু ঝগড়া না, রীতিমতো নাকি মারামারি চলে!

আরো পড়ুন : ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নতুন মেগা, ‘দুগ্গামণি’ আসতেই স্লট হারা এই সিরিয়াল!

এদিকে টেলিপাড়ায় (Serial) কান পাতলেই শোনা যাচ্ছে অ্যানমেরী সিদ্ধার্থর প্রেমের গুঞ্জন। সে প্রশ্ন করতেই সিদ্ধার্থ বলেন, সেটা পর্দায় চলছে, একথা একেবারে সত্যি। আর অনস্ক্রিনে তাঁদের দর্শক এতটাই পছন্দ করছেন যে বাস্তবেও তাঁদের বন্ধুত্ব পছন্দ করছেন।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X