বাংলাহান্ট ডেস্ক : নতুন সদস্য বেড়েই চলেছে টেলিপাড়ায় (Serial)। বিয়ের পরপরই পরিবার বড় হওয়ার সুখবর দিতে দেখা গিয়েছে একাধিক জনপ্রিয় তারকাকে। বিয়ের পর বছর ঘোরার আগেই মা হয়েছেন শ্রীময়ী চট্টরাজ, রূপসা চট্টোপাধ্যায়ের মতো জনপ্রিয় অভিনেত্রীরা। এবার তালিকায় নায় জুড়ল ছোটপর্দার (Serial) এক জনপ্রিয় নায়কের। জানুয়ারি মাসে বিয়ে সারার পর দু মাস হতে না হতেই বাবা হতে চলেছেন তিনি।
বাবা হওয়ার সুখবর দিলেন সিরিয়ালের (Serial) নায়ক
ছোটপর্দার (Serial) ‘কৃষ্ণ’ হিসেবেই জনপ্রিয় তিনি। কৃষ্ণ প্রেমে মজে বিয়েও সেরেছেন বৃন্দাবন ধামে। আর সেই জমকালো বিয়ের পর দু মাস কাটতে না কাটতেই এল সুখবর। বাবা হতে চলেছেন অভিনেতা গৌরব মণ্ডল। সম্প্রতি স্ত্রী চিন্তামণি ডায়ানা একটি ভিডিও শেয়ার করেছেন তাঁর সঙ্গে। বেবিবাম্প আগলে নাচের ভঙ্গিমায় সুখবর শেয়ার করেছেন চিন্তামণি। গৌরবের জন্মদিনেই এই সুখবর দিয়েছেন তিনি।
কী লিখলেন চিন্তামণি: বৃন্দাবনে কৃষ্ণ এবং রাধার সাজে ধরা দিয়েছেন গৌরব চিন্তামণি। আলতো করে বেবিবাম্প ধরে থাকতে দেখা গিয়েছে চিন্তামণিকে। ওড়না দিয়ে ঢাকা থাকলেও বোঝা যায়, কয়েক মাসের অন্তঃসত্ত্বা তিনি। সঙ্গে চিন্তামণি (Serial) লিখেছেন, ‘আজ গৌরবের জন্মদিন। কৃষ্ণর থেকে এর থেকে ভালো উপহার আর কী হতে পারে, বৃন্দাবনে তিনি আমাদের এক বিশেষ আত্মা উপহার দিয়েছেন। আর লুকিয়ে রাখতে পারছি না। আমরা খুবই উত্তেজিত আর আনন্দের সঙ্গে সকলের আশীর্বাদ গ্রহণ করছি। জয় শ্রী রাধে শ্যাম’।
আরো পড়ুন : ভারতের খ্যাতনামা শিল্পপতি, কিন্তু বলিউডে চলেনি ভাগ্য, মুখ থুবড়ে পড়েছিল রতন টাটার প্রযোজিত ছবি!
ধুমধাম করে হয় বিয়ে: ২০২২ সালে আংটি বদল সেরে রেখেছিলেন গৌরব চিন্তামণি। তিন বছর পর গত জানুয়ারি মাসে বৃন্দাবনে বলিউডি স্টাইলে বিয়ে করেন দুজনে। কৃষ্ণধামে শ্রী রং জি মন্দিরে চার হাত এক হয় গৌরব চিন্তামণির। সর্বাঙ্গে কারুকাজ করা মেরুন রঙা লেহেঙ্গায় সেজেছিলেন চিন্তামণি ডায়ানা। সঙ্গে জড়োয়ার গয়না, হাতে শাঁখা পলা। একই রকম রং এবং কারুকাজ করা শেরওয়ানিতে দেখা গিয়েছিল গৌরবকে।
আরো পড়ুন : মাস ঘোরার আগেই নায়িকা বদল! জোড়া সদস্যের এন্ট্রি ‘চিরদিনই…’তে, বাদ পড়লেন দিতিপ্রিয়া?
প্রসঙ্গত, জন্মসূত্রে রাশিয়ান হলেও চিন্তামণির বাবা মা ইসকনের সঙ্গে যুক্ত। তিনি নিজেও ইসকনের (Serial) সঙ্গে যুক্ত। ছোট থেকেই কৃষ্ণপ্রেম তাঁর জীবনের সঙ্গে যুক্ত। অন্যদিকে গৌরবের কথা বললে, এর আগে অভিনেত্রী জ্যাসমিন রায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তবে করোনার সময়েই সেসব চুকেবুকে গিয়েছে। এবার চিন্তামণির সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন গৌরব।