বাংলাহান্ট ডেস্ক : সিরিয়ালের (Serial) পর্দায় তিনি বহু মহিলার স্বপ্নের পুরুষ। তাঁর হাসিতে ঘায়েল হননি এমন কাউকে খুঁজে পাওয়া দায়। অভিনেতার দুষ্টু মিষ্টি স্বভাব বেশ পছন্দ করেন তাঁর ভক্তরা। আর এখন তো পর্দাতেও তার ছাপ দেখা যাচ্ছে। টিআরপি তালিকায় অভিনেতার সিরিয়াল (Serial) দুরন্ত ছক্কা হাঁকাচ্ছে। গোটা বাংলার দর্শকদের কাছে তিনি হয়ে উঠেছেন জনপ্রিয়। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবনের একটি ঘটনার কথা জানেন না অনেকেই।
সিরিয়ালের (Serial) জনপ্রিয় অভিনেতার বাস্তব কাহিনি
বাংলা সেরা সিরিয়ালের (Serial) নায়ক রায়ান ওরফে অভিনেতা উদয় প্রতাপ সিং। দীর্ঘদিন পার্শ্ব চরিত্রে অভিনয় করার পর পরিণীতা ধারাবাহিকের হাত ধরে নায়ক হিসেবে কামব্যাক করেছেন তিনি। আর তার ফল হাতেনাতে মিলছে টিআরপি লিস্টে। পরপর দুই সপ্তাহেই বাংলা সেরা পরিণীতা।
বাস্তবে ভেঙেছে বিয়ে: পর্দায় রায়ান পারুলের ঝগড়া চুটিয়ে উপভোগ করছেন দর্শকরা। প্রথম দিন থেকেই একেবারে ‘সাপে-নেউলে’ দুজনে। পরে কীভাবে দুজনের প্রেম হয় তা দেখার অপেক্ষায় দর্শকরা। তবে বাস্তবেও যে উদয়ের জীবনে এমনি একটি ঘটনা রয়েছে তা অনেকেই জানেন না। বর্তমানে অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর সঙ্গে ‘হ্যাপিলি ম্যারেড’ হলেও আগে একবার বিয়ে ভাঙে উদয়ের (Serial)।
আরো পড়ুন : নায়িকার সঙ্গে বিবাদের জের, ছাড়তে হচ্ছে সিরিয়াল! মুখ খুললেন জি বাংলার নায়ক
প্রেমের শুরু বিবাদ দিয়ে: তাঁর প্রাক্তন প্রেমিকা ছিলেন সৃজিতা মুখোপাধ্যায়। সেই স্কুলজীবনে আলাপ দুজনের। প্রথম দর্শন থেকেই দুজনের ছিল চরম বিবাদ। স্কুল শেষ হতে বেঙ্গালুরু চলে যান সৃজিতা। কোনো এক পুজোয় ফের দেখা হয় দুজনের। আর তখনই হঠাৎ মনে দোলা দেয় বসন্ত। উদয় (Serial) বোঝেন আসলে সৃজিতাকেই পছন্দ করেন তিনি।
আরো পড়ুন : সইফের উপর হামলায় এবার কলকাতা যোগ! ‘রহস্যময়ী’র নাম আসতেই শহরে মুম্বই পুলিশ
শোনা যায় প্রেম বিয়ের দিন ঠিক হওয়া পর্যন্তও গড়িয়েছিল। একসঙ্গে একটি রিয়েলিটি শোতেও এসেছিলেন তাঁরা। কিন্তু বিয়ের পিঁড়ি পর্যন্ত গিয়ে ওঠার আগেই সম্পর্ক ভেঙে যায়। কী কারণ? শোনা যায়, দুজনের মাঝে তৃতীয় ব্যক্তি আসাতেই বিচ্ছেদ হয় তাঁদের, আবার এও শোনা যায়, স্রেফ ‘মানিয়ে নেওয়া’র অভাবেই ভেঙে যায় তাঁদের সম্পর্ক। বর্তমানে অবশ্য অনামিকার সঙ্গে সুখী দাম্পত্য উদয়ের। পর্দায় রায়ান পারুলের ভবিষ্যতে কী লেখা আছে সেটাই দেখার অপেক্ষা।