বাংলাহান্ট ডেস্ক : গুঞ্জন ছিলই অনেক দিন ধরে। এবার তা সত্যি হল। দীর্ঘদিনের লম্বা গ্যাপ পেরিয়ে এবার অভিনয়ে ফিরতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী (Serial)। একটা সময় ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় এবং সফল অভিনেত্রী ছিলেন তিনি। তাঁর অভিনয় দক্ষতার জোরে চরিত্রগুলি এত বছর পরেও মনে গেঁথে রয়েছে দর্শকদের। অবশেষে একটা লম্বা বিরতির পর আবারো ফিরছেন নায়িকা।
কামব্যাক করছেন জনপ্রিয় সিরিয়ালের (Serial) তারকারা
এটা যেন কামব্যাকেরই সময় চলছে নায়ক নায়িকাদের। ছোটপর্দার (Serial) জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনের পর্দা কাঁপানোর পর পাড়ি দিয়েছেন সিনেমা, ওয়েব সিরিজে। তবে সিরিয়ালের টান ছাড়তে পারেননি তাঁরা। সেই টানেই জি বাংলায় ফিরছেন দিতিপ্রিয়া রায় এবং জিতু কামাল। তাঁদের নতুন সিরিয়াল ‘চিরদিনই তুমি যে আমার’ (Serial) শুরু হতে চলেছে খুব শীঘ্রই।
ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী: অন্যদিকে স্টার জলসাতেও নতুন ধারাবাহিক (Serial) নিয়ে কামব্যাক করছেন তৃণা সাহা। বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেতা ইন্দ্রজিৎ বসু। আর এবার তালিকায় জুড়ল আরো এক নায়িকার নাম। তিনি টুম্পা ঘোষ। একটা সময় সিরিয়ালের (Serial) জনপ্রিয় নাম ছিলেন তিনি। রাগে অনুরাগে, রাঙিয়ে দিয়ে যাও, অগ্নিজল এর মতো ধারাবাহিকে তাঁর অভিনয় আজো মনে রেখে দিয়েছেন দর্শক। এবার আবারো কামব্যাকের খবর দিলেন টুম্পা।
আরো পড়ুন : চার মাসে “ডবল” বদল, ফের মুখ পরিবর্তন হচ্ছে স্টার জলসার এই সিরিয়ালে!
নতুন কাজ নিয়ে ফিরছেন নায়িকা: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, নতুন প্রোজেক্টে ফিরছেন অভিনেত্রী টুম্পা ঘোষ। শোনা যাচ্ছে, তাঁর চরিত্রের নাম ‘কিরণমালা’। তবে এবার আর সিরিয়াল (Serial) নয়, এবার ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন তিনি। যেমনটা জানা যাচ্ছে, ক্লিক প্ল্যাটফর্মের আসন্ন ওয়েব সিরিজের হাত ধরেই ডিজিটাল ডেবিউ হতে চলেছে টুম্পার।
আরো পড়ুন : নায়ক নাকি “সমকামী”, তাই ভাঙছে বিয়ে! নয়া চর্চায় শেষমেষ নীরবতা ভাঙলেন অভিনেতা
দীর্ঘদিন নতুন চরিত্রে দেখা যায় না টুম্পাকে। তাঁর নতুন প্রোজেক্টের খবরে খুশি অনুরাগীরা। তবে এবার নতুন ধারাবাহিকে ফিরে আসুন টুম্পা, এমনটাই চাইছেন সিরিয়ালের দর্শকরা।