বিরাট রদবদল স্টার জলসায়, ভালো টিআরপি সত্ত্বেও স্লট লিডার মেগা ছাড়ছেন নায়িকা!

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন চ্যানেলে নতুন নতুন সিরিয়াল (Serial) যেমন শুরু হচ্ছে, তেমনি টিআরপি টিকিয়ে রাখতে বদল হচ্ছে অন্য ধারাবাহিকগুলিতেও। বিভিন্ন সিরিয়ালে অভিনেতা অভিনেত্রীরাও বদল হচ্ছে প্রতিনিয়ত। মাঝে মাঝেই খবর আসছে একাধিক ধারাবাহিকে কলাকুশলী বদলের। এমনকি কিছু কিছু সিরিয়ালে (Serial) বদলে যাচ্ছে নায়ক নায়িকাও। এবার আরো এক ধারাবাহিকে বদল হচ্ছে নায়িকা।

বড়সড় বদল আসছে স্টার জলসার সিরিয়ালে (Serial)

বিভিন্ন অদলবদল ঘটে চলেছে স্টার জলসা চ্যানেলের নানান ধারাবাহিকে (Serial)। একদিকে যেমন একাধিক সিরিয়াল শেষের গুঞ্জন ভেসে আসছে, তেমনি আবার শুরুও হতে চলেছে নতুন ধারাবাহিক। তার জেরে বদল হচ্ছে পুরনো সিরিয়ালের (Serial) স্লট। এবার এই চ্যানেলেরই একটি সিরিয়াল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী।

This serial actress is reportedly leaving

কী চলছে ধারাবাহিকে: জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল (Serial) ‘তেঁতুলপাতা’। এই মুহূর্তে বেশ জমজমাট পর্ব চলছে সিরিয়ালে। নায়ক ঋষির প্রেমে হাবুডুবু খাচ্ছে ঝিল্লি। গৌরব চট্টোপাধ্যায় এবং ঋতব্রতা দে এর রসায়ন দর্শকদের মন কেড়েছে ইতিমধ্যেই। তবে এবার এই সিরিয়াল (Serial) নিয়েই শোনা গেল এক বড় খবর।

আরো পড়ুন : চিংড়ি-মটন থেকে পাটিসাপটা, বিয়েকেও ছাপিয়ে গেল শ্বেতা-রুবেলের রিসেপশনের মেনু

কেন সিরিয়াল ছাড়ছেন অভিনেত্রী: তেঁতুলপাতা সিরিয়াল (Serial) থেকে বেরিয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরীর। এই সিরিয়ালে পিসিমণির চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে কিছুদিন আগেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গিয়েছে। মা হতে চলেছেন অনিন্দিতা। তাই এই সিরিয়াল (Serial) থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন বলে খবর। তবে তাঁর জায়গায় অন্য কোন অভিনেত্রী আসবে তা এখনো জানা যায়নি।

আরো পড়ুন : পুলিশের গুলিতে খতম ভিলেন, ‘হরগৌরী’র পর দাঁড়ি পড়ছে জলসার আরেক মেগার গল্পে!

প্রসঙ্গত, সন্ধ্যা ছটার স্লটে বেশ ভালো টিআরপি আনছে তেঁতুলপাতা। বিপরীতে নিম ফুলের মধুর থেকে বেশি নম্বর পেয়ে স্লট লিডারও হচ্ছে ধারাবাহিকটি। তবে কাস্টে বদল এলে টিআরপিতে কোনো প্রভাব পড়ে নাকি সেটাই দেখার অপেক্ষা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর