সিরিয়ালের মাঝেই নায়িকার মুখবদল, গল্প ফুরোতেই ফের জলসায় ফিরছেন অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে এমন অনেক সিরিয়াল (Serial) আসছে যেখানে বদলে যাচ্ছে মূল নায়ক নায়িকা। এমনিতে পার্শ্বচরিত্রে অভিনেতা অভিনেত্রী বদল তো চলতেই থাকে। অনেক সময় গল্পের প্রয়োজনে, কখনো আবার স্বেচ্ছায় ধারাবাহিক (Serial) থেকে সরে দাঁড়ান অনেকে। নতুনদের মেনে নিতে প্রথমে একটু সমস্যা হয় ঠিকই দর্শকদের, তবে ধীরে ধীরে তাঁরাও প্রিয় হয়ে ওঠেন সকলের কাছে।

মূল নায়িকাই বদলে যায় সিরিয়ালে (Serial)

তবে মূল নায়ক নায়িকা বদলে যাওয়ার ঘটনা সচরাচর হয় না। এক্ষেত্রেও অনেক সময় তাঁরা স্বেচ্ছায় বা বাধ্য হয়ে সরে দাঁড়ান। আবার কখনো কখনো নির্মাতাদের সিদ্ধান্তেও বদল হয় মুখ। এবার একটা গল্পের (Serial) মাঝে মূল চরিত্রটাই বদলে গেলে তা মেনে নিতে অসুবিধা হয় বইকি। এমনকি দর্শকদের অনেকে আপত্তিও তোলেন।

This serial actress is returning to star jalsha

মাঝপথে বদল হয়েছিল নায়িকা: স্টার জলসার এমনি একটি সিরিয়ালে (Serial) মাঝপথেই আচমকা বদলে গিয়েছিল নায়িকা। একজন অভিনেত্রীকে নিয়ে ধারাবাহিক শুরু হলেও, কিছুদিন চলার পর হঠাৎই বদলে যায় মুখ। কথা হচ্ছে ‘চিনি’ ধারাবাহিকটি (Serial) নিয়ে। প্রথমে এই সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল ইন্দ্রাণী ভট্টাচার্যকে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আচমকা বাদ পড়েন তিনি। তাঁর জায়গায় নতুন নায়িকা হয়ে আসেন অভিনেত্রী বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়।

আরো পড়ুন : সর্বনাশ! সব ঠিক হয়েও গণ্ডগোল, আসন্ন সিরিয়াল থেকে বাদ পড়লেন নায়িকা

আবারো ফিরছেন একই চ্যানেলে: চিনি শেষ হয়েছে মাস কয়েক হয়েছে। এর মধ্যেই জানা গেল, আবারো স্টার জলসার পর্দায় (Serial) ফিরছেন বিজয়লক্ষ্মী। তবে নতুন কোনো সিরিয়াল নয়। আসলে ২০১১ তে সম্প্রচারিত ‘সংসার সুখের হয় রমণীর গুণে’ সিরিয়ালটিই (Serial) আবারো ফিরতে চলেছে স্টার জলসায়। আবারো ‘সদু’ রূপে ধরা দেবেন বিজয়লক্ষ্মী।

আরো পড়ুন : TRP-র দেখা নেই, স্লট ধরতে মরিয়া, টানটান পর্বে “ধুন্ধুমার” কাণ্ড জলসার এই মেগায়!

প্রসঙ্গত, সংসার সুখের হয় রমণীর গুণে সিরিয়ালটি বেশ জনপ্রিয় হয়েছিল। টিআরপি তালিকাতেও ভালো জায়গায় ছিল ধারাবাহিকটি। ওই সিরিয়ালের হাত ধরেই জনপ্রিয়তার চূড়ায় উঠেছিলেন বিজয়লক্ষ্মী।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর