বাংলাহান্ট ডেস্ক : গল্পের খাতিরে টুকটাক বদল আসতেই থাকে সিরিয়ালে (Serial)। কখনো পরিবর্তন হয় গল্পের ট্র্যাক, কখনো বা নায়ক নায়িকাকেই বদলে দেওয়া হয় রাতারাতি। সবটাই টিআরপি তোলার উদ্দেশ্যে। কারণ নম্বর বাড়লে তবেই টিকে থাকা যায় চ্যানেলে। বর্তমানে নতুন সিরিয়ালগুলির (Serial) অবস্থা কারোরই অজানা নয়। টিআরপির এদিক ওদিক হলেই মাত্র কয়েক মাসের মেয়াদে গল্প ফুরিয়ে যাচ্ছে সিরিয়ালের।
টিআরপি না উঠলেই সিরিয়াল (Serial) শেষ
আগেকার মতো মেগা সিরিয়ালের ট্রেন্ড এখন আর নেই। দর্শক টানতে না পারলে মাত্র কিছুদিনের মধ্যেই শেষ করে দেওয়া হচ্ছে ধারাবাহিকগুলি (Serial)। তাই নম্বর তোলার জন্য কার্যত মরিয়া হয়ে থাকে বিভিন্ন সিরিয়ালের নির্মাতারা। টেলিপাড়ায় বর্তমানে কান পাতলেই শোনা যাচ্ছে কোনো না কোনো ধারাবাহিক (Serial) শেষের গুঞ্জন। নম্বর কমতে থাকলেই চিন্তায় পড়ে যাচ্ছেন সিরিয়াল ভক্তরা।
গুঞ্জনের কেন্দ্রে জলসার মেগা: স্টার জলসায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন সিরিয়াল (Serial) ‘পরশুরাম আজকের নায়ক’। সেই সঙ্গে বেশ কিছু ধারাবাহিকের গল্পে ইতি টানার সম্ভাবনাও প্রকট হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই চর্চার কেন্দ্রে রয়েছে জলসার জনপ্রিয় সিরিয়াল ‘দুই শালিক’। ধারাবাহিকটি (Serial) শেষের গুঞ্জন ক্রমেই তীব্র হচ্ছে টেলিপাড়ায়।
আরো পড়ুন : সময় বদলাতেই TRP-র পতন, “স্লট লিডার” থেকে বন্ধের মুখে মেগা! বড় সিদ্ধান্ত জলসার
কী গুঞ্জন শোনা যাচ্ছে: আসলে প্রথম দিকে সিরিয়ালটি (Serial) বেশ ভালো নম্বর তুলে স্লট দখলে রাখলেও ইদানিং কার্যত হু হু করে নম্বর কমছে দুই শালিকের। এর মাঝেই আচমকা এক খবরে কার্যত মাথায় হাত পড়ার জোগাড় দর্শকদের। সিরিয়াল (Serial) ছেড়ে দিয়েছেন মূল নায়িকা আঁখি ওরফে অভিনেত্রী তিতিক্ষা দাস। আসলে বেশ কিছুদিন ধরে সিরিয়ালে (Serial) দেখা যাচ্ছে না তাঁকে। আর তার জেরেই গুঞ্জন ছড়িয়েছে, তিতিক্ষা নাকি ছেড়ে দিচ্ছেন দুই শালিক। খবর কি সত্যি নাকি স্রেফ গুঞ্জন?
আরো পড়ুন : ওলটপালট সমস্ত স্লট, নতুন মেগার জন্য কোপ দুটি সিরিয়ালে! “তোলপাড়” চলছে জি বাংলায়
যেমনটা জানা গিয়েছে, সবটাই শুধুই গুঞ্জন মাত্র। গল্পের খাতিরেই কিছুদিন দেখা যায়নি আঁখিকে। তবে সম্প্রতি দেখা গিয়েছে, আঁখিকে ঝিলিক কোথায় লুকিয়ে রেখেছে তা ঝিলিকের বাবা মা জানে। তাই মনে করা হচ্ছে, আবারো গল্পে ফিরে আসবেন তিতিক্ষা। নেটিজেনরাও জানিয়েছেন, দুই বোনকে একসঙ্গেই সিরিয়ালে দেখতে চান তারা।