বাংলাহান্ট ডেস্ক : শরীরে বাসা বেঁধেছিল মারণরোগ। বাধ্য হয়ে ছাড়তে হয়েছিল ধারাবাহিক (Serial)। কিন্তু ক্যানসার কাবু করতে পারেনি পোড় খাওয়া অভিনেত্রীকে। টানা চিকিৎসার জেরে কিছুদিন শুটিং ফ্লোর থেকে দূরত্ব বেড়েছিল। সুস্থ হয়েই আবার সেটে ফিরলেন অভিনেত্রী। জনপ্রিয় সিরিয়ালের (Serial) শেষ দিনের শুটিংয়ে আবারো সবার সঙ্গে দেখা গেল তাঁকে।
ক্যানসার আক্রান্ত হয়েছিলেন এই সিরিয়ালের (Serial) অভিনেত্রী
তিনি অভিনেত্রী মিঠু চক্রবর্তী। মাঝে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। ধরা পড়েছিল মারণ রোগ। স্বামী অভিনেতা সব্যসাচী চক্রবর্তী জানিয়েছিলেন, ক্যানসার শণাক্ত করা গিয়েছে। তবে চিকিৎসা চলছে, চিন্তার কোনো কারণ নেই। কয়েক মাসের মধ্যেই সুস্থ হয়ে আবার ফ্লোরে ফিরবেন তিনি।
সিরিয়াল ছাড়তে হয়েছিল বাধ্য হয়ে: হলও সেটাই। স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালে (Serial) প্রথম থেকেই অভিনয় করছিলেন মিঠু চক্রবর্তী। নায়ক শঙ্করের মা মহেশ্বরীর ভূমিকায় দেখা যাচ্ছিল তাঁকে। কিন্তু অসুস্থতার জেরে ধারাবাহিক ছাড়তে বাধ্য হন মিঠু। এর মাঝেই কম টিআরপির কারণে সিরিয়ালটি (Serial) বন্ধ করার সিদ্ধান্ত নেয় চ্যানেল।
আরো পড়ুন: নতুন সিরিয়ালে নায়কের চরিত্র, দুরন্ত TRP সত্ত্বেও ‘ফুলকি’ ছাড়ছেন অভিনেতা!
সুস্থ হয়েই ফিরলেন সেটে: হরগৌরী পাইস হোটেল এর (Serial) শেষ শুটিংয়ের দিন সেটে উপস্থিত ছিলেন মিঠু চক্রবর্তী। নিজেই গাড়ি চালিয়ে সেটে পৌঁছান তিনি। তাঁকে কাছে পেয়ে কেঁদে ফেলেন প্রযোজক নীলাঞ্জনা। সকলের সঙ্গেই আনন্দে মেতে ওঠেন মিঠু চক্রবর্তী। অভিনেত্রী এদিন জানান, তাঁর শরীর এখন একদম ভালো আছে। কাবু করার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু পারেনি। তিনি এখন সম্পূর্ণ সুস্থ।
আরো পড়ুন: ফের বেকায়দায় রামদেব! একই “ভুল”-এর জন্য এবার গ্রেফতারি পরোয়ানা জারি যোগগুরুর বিরুদ্ধে
মিঠু চক্রবর্তী আরো জানান, চলতি বছরের মার্চ মাসেই আবারও কাজে ফেরার কথা ভাবছেন তিনি। বড়পর্দায় দেখা যাবে তাঁকে, নাকি আবারো নতুন কোনো সিরিয়ালে ফিরবেন, তা এখনো স্পষ্ট নয়। তবে খুব শীঘ্রই নতুন কাজে ফিরে আসুন মিঠু চক্রবর্তী, এমনটাই প্রার্থনা সকলের।