শেষের আগে “মোক্ষম” চমক! ৩ বছর পার করে দুর্দান্ত কামব্যাক, TRP-র খেল জমিয়ে দিল “টপার” মেগা

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন চ্যানেলে বর্তমানে সম্প্রচারিত হচ্ছে একগুচ্ছ ধারাবাহিক (Serial)। এক একটি সিরিয়াল এক এক রকম চমক এনে দর্শকদের কার্যত হতবাক করে দিচ্ছে। টিআরপির ইঁদুর দৌড়ে টিকে থাকতে চোখ ধাঁধানো পর্ব আনছে সিরিয়ালগুলি। কিছু কিছু ধারাবাহিক আবার এমন কাণ্ড ঘটাচ্ছে যা আগে কখনো দেখা যায়নি সিরিয়ালে (Serial)।

দর্শক টানতে বিরাট চমক আনল সিরিয়াল (Serial)

দর্শকদের নজর আকর্ষণ করতে নতুন নতুন মোড় আনা হচ্ছে গল্পে। আবার কোথাও এন্ট্রি নিচ্ছেন নতুন নায়ক নায়িকারাও। এবার স্টার জলসার জনপ্রিয় মেগা (Serial) বিরাট চমক দিয়ে হতভম্ব করে দিল দর্শকদের। ধুঁকতে থাকা টিআরপি এবার প্রাণ পাবে বলেই আশা করছেন দর্শকরা।

This serial brought unbelievable twist before ending

ফেরানো হল পুরনো চরিত্রকে: কোন সিরিয়াল (Serial) কখন কেমন মোড় নেবে তা আগে থেকে বলা সম্ভব হয় না সবসময়। অনেক সময়ই নম্বর বৃদ্ধি করতে গল্পের ট্র্যাক বদলে দেন দর্শকরা। কোথাও আবার হারিয়ে যাওয়া চরিত্রকে ফেরানো হয়। এবার জলসার একটি জনপ্রিয় সিরিয়ালও (Serial) হাঁটল একই পথে। একসময় বেঙ্গল টপার হলেও দীর্ঘদিন হয়ে গিয়েছে খেই হারিয়েছে গল্প। টিআরপিও তথৈবচ। এমনকি সিরিয়াল শেষের গুঞ্জনও শোনা যাচ্ছিল। তবে এবার এল বিরাট চমক।

আরো পড়ুন : TRP টানতে আগাগোড়া বদল গল্পে, নায়িকার “ট্র্যাজিক” পরিণতি দিয়েই ফুরোচ্ছে জি এর সিরিয়াল!

কী বলছেন দর্শকরা: কথা হচ্ছে জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল (Serial) ‘অনুরাগের ছোঁয়া’র বিষয়ে। বর্তমানে ধারাবাহিকের টিআরপির অবস্থা বেশ খারাপ। কিছুদিন আগে যদিও শোনা গিয়েছিল, নতুন করে লিপ আসবে গল্পে (Serial)। তবে সে সম্ভাবনা খারিজ হয়ে যায়। তবে দর্শক ধরে রাখতে এবার নতুন চমক আনলেন নির্মাতারা। মরে গিয়েও নতুন রূপে ফিরে এল মিশকা।

আরো পড়ুন : কাউন্টডাউন শুরু! প্রকাশ্যে এল দিনক্ষণ, কারা জায়গা পেলেন সারেগামাপা গ্র্যান্ড ফিনালেতে?

এর আগে দেখা গিয়েছিল, সূর্য দীপাকে শেষ করতে গিয়েই নিজেই পুলিশের গুলি খেল মিশকা। তারপর কারেন্টের জলে পড়ে অবশেষে শেষ হয় মিশকা সেন। কিন্তু তাকে নতুন রূপে (Serial) ফিরতে দেখে হতবাক দর্শকরা। গল্প নতুন ট্র্যাক নিতে অনেকে বিরক্ত। আবার কেউ কেউ মিশকার কামব্যাকে বেশ খুশি হয়েছেন। আগামীতে জল কোনদিকে গড়ায় সিরিয়ালে (Serial) সেটাই দেখার অপেক্ষায় থাকলেন দর্শকরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর