দর্শকদের “হুমকি”তেই হল কাজ, TRP বাঁচাতে তড়িঘড়ি ট্র্যাক বদল এই সিরিয়ালে

বাংলাহান্ট ডেস্ক : একটানা টিআরপি পতনের পর নতুন করে ঘুরে দাঁড়িয়েছে স্টার জলসা। পরপর বেশ কিছু সিরিয়াল (Serial), যেগুলি আগে পিছিয়ে পড়েছিল টিআরপিতে, এখন উল্লেখযোগ্য ভাবে কামব্যাক করেছে। সাম্প্রতিক টিআরপি তালিকায় বড়সড় চমক দেখা গিয়েছে। হু হু করে নম্বর বেড়েছে বেশ কিছু ধারাবাহিকের (Serial)।

হঠাৎ করেই নম্বর বেড়েছে সিরিয়ালের (Serial)

কয়েক সপ্তাহ ধরে বেশ দুর্দশা লক্ষ্য করা যাচ্ছিল স্টার জলসার বিভিন্ন সিরিয়ালগুলিতে (Serial)। প্রথম পাঁচে দুটি সিরিয়াল ছাড়া অন্য অধিকাংশ ধারাবাহিকই বেশ অনেকটাই পিছিয়ে পড়েছিল নম্বরের দিক দিয়ে। সেখান থেকে অবিশ্বাস্য ভাবে কামব্যাক করেছে চ্যানেল। প্রতিপক্ষকে কড়া চ্যালেঞ্জ জানিয়ে একধাক্কায় নম্বর বেড়ে গিয়েছে একগুচ্ছ মেগার (Serial)।

This serial changed track to increase trp

নতুন মোড় এসেছে গল্পে: সাম্প্রতিক সময়ে বেশ কিছু সিরিয়ালের টিআরপিতে এসেছে পরিবর্তন। স্টার জলসার ক্ষেত্রে অনেক সিরিয়ালেরই টিআরপি বেড়েছে। এই চ্যানেলের অন্যতম ধারাবাহিক ‘রোশনাই’। সম্প্রতি গল্পের মোড় বদলেছে এই ধারাবাহিকে। আর তার সঙ্গে সঙ্গেই দর্শকদের আগ্রহও আবার ফিরে এসেছে সিরিয়ালে।

আরো পড়ুন : ‘বলদের মতো শোওয়ার নেশায়…’ মায়ের অমতে বিয়ে করে অন্তঃসত্ত্বা, অহনাকেই বিঁধলেন চাঁদনি!

কী চলছে সিরিয়ালে: এর আগে জানা গিয়েছিল, রোশনাই অন্তঃসত্ত্বা। কিন্তু পরে জানা যায়, সে আদৌ অন্তঃসত্ত্বা নয়, টিউমার ধরা পড়ে তার। এমনকি অপারেশনও করাতে হয় রোশনাইকে। সে সময়ে পাশে সে আরণ্যককে চাইলেও গরিমা ষড়যন্ত্র করে তাকে আসতে দেয় না। এর মাঝেই নতুন প্রোমোতে একেবারে রণচণ্ডী রূপে ধরা দিয়েছে রোশনাই।

আরো পড়ুন : শ্মশান থেকে আনা মালা দিয়েই বিয়ে! শুরু হতে না হতেই “ধামাকা” আরশির! চমকে দেওয়া প্রোমো প্রকাশ্যে

প্রোমোতে দেখা যায়, দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় আরণ্যক। বেডে শুয়ে রোশনাইকেই খোঁজে সে। কিন্তু আরণ্যকের মা আটকে দেওয়ায় সে যেতে পারে না। এরপরেই হাসপাতালে থাকা কালী মায়ের ত্রিশূল নিয়ে আরণ্যকের মায়ের দিকে তেড়ে যায় রোশনাই। রোশনাই এর এই রণচণ্ডী রূপ মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। আগামীতে সিরিয়ালে ধামাকাদার পর্ব আসতে চলেছে বলেই আশা করছেন দর্শকরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর