বাংলাহান্ট ডেস্ক: মেগা সিরিয়াল (Serial) শব্দটাই এখন হারিয়ে যেতে বসেছে। কারণ বর্তমানে যে ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে সেগুলোকে আর যাই হোক মেগা সিরিয়াল বলা যায় না। বছরের পর বছর ধরে একটাই সিরিয়াল চলছে, সেই কনসেপ্ট এখন উধাও। এখন বেশিরভাগ সিরিয়ালই চ্যানেলে কয়েক মাসের অতিথি। টিআরপি কমার সামান্যতম সম্ভাবনা দেখা গেলেই হয় স্লট বদলে দেওয়া হয় নয়তো পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হয় সিরিয়াল। স্টার জলসার একেবারে নতুন একটি সিরিয়ালের সঙ্গেও নেওয়া হচ্ছে এমনি সিদ্ধান্ত।
সবে মাত্র দু মাস হল শুরু হয়েছে তুঁতে। স্টার জলসায় আবারো কামব্যাক করেছেন ‘খুকুমণি হোম ডেলিভারি’ খ্যাত দীপান্বিতা রক্ষিত এবং ‘খেলাঘর’ এর সৈয়দ আরেফিন। নতুন জুটি নিয়ে প্রত্যাশা অনেক থাকলেও দর্শকদের মন জিততে পারেননি তাঁরা। ফলতঃ শুরু থেকেই টিআরপিতে পিছিয়ে পড়েছে তুঁতে।
সন্ধ্যা সাতটার স্লটে সম্প্রচারিত হচ্ছে তুঁতে। বিপরীতে রয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’, যে সিরিয়াল একটানা ভাল টিআরপি তো তুলছেই, উপরন্তু চ্যানেল টপারও হচ্ছে। দুটি সিরিয়ালের মধ্যে টিআরপির পার্থক্য ক্রমেই বেড়ে চলেছে। জগদ্ধাত্রীকে এঁটে ওঠা তো দূরের কথা, সেরা দশেও জায়গা করতে পারছে না তুঁতে।
নতুন সিরিয়ালের এই হাল দেখে শেষমেষ চ্যানেলের তরফে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। না, এখনই তুঁতের স্লট বদল হচ্ছে না বা সিরিয়ালটি শেষ করে দেওয়া হচ্ছে না। টিআরপি বাড়ানোর জন্য অন্য একটি বদল আনা হয়েছে সিরিয়ালে। রাতারাতি বদলে দেওয়া হয়েছে পরিচালক।
মনোজিৎ মজুমদারের বদলে এবার থেকে সায়ন দাশগুপ্ত পরিচালনা করবেন তুঁতে। টিআরপিতে বদল আনার জন্য এর আগেও একাধিক সিরিয়ালে এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এমনকি তুঁতে-র প্রোডাকশন হাউজ অ্যাক্রোপলিস প্রোডাকশন হাউজের পুরনো সিরিয়ালেও এমনটা করা হয়েছে।
সাম্প্রতিক শুরু হওয়া সিরিয়ালগুলির মধ্যে একমাত্র ‘ফুলকি’ ছাড়া আর কোনোটাই বিশেষ টিআরপি তুলতে পারছে না। পুরনো ধারাবাহিকগুলিই এখনো পর্যন্ত নিজেদের জায়গা ধরে রেখেছে টিআরপি তালিকায়। তবে আগামীতে আরো কয়েকটি নতুন সিরিয়াল শুরুর সম্ভাবনা রয়েছে বলে খবর।