মুখ দেখাদেখি বন্ধ নায়ক নায়িকার, দু বছর পর হিরো বদলে যাচ্ছে জি এর সিরিয়ালে!

বাংলাহান্ট ডেস্ক : এক একটি সিরিয়াল (Serial) শুরু হলে চলে অন্তত তিন চার মাস পর্যন্ত। কিছু কিছু ধারাবাহিক আবার চলতে থাকে বেশ কয়েক বছর। এদিকে একসঙ্গে কাজ করতে গিয়ে ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় অভিনেতা অভিনেত্রীদের মাঝে। কোনো কোনো ক্ষেত্রে তা পৌঁছায় বিয়ের পিঁড়ি পর্যন্ত। আবার উলটোটাও ঘটে। নায়ক নায়িকার মধ্যে তীব্র বিবাদের খবর ছড়িয়ে পড়ে সেটের বাইরেও।

জি এর সিরিয়ালে (Serial) বিবাদ নায়ক নায়িকার

এর আগে ‘মিঠাই’ সিরিয়ালের (Serial) ক্ষেত্রে ছড়িয়েছিল এমনি গুঞ্জন। যদিও নায়ক নায়িকা কেউই তা স্বীকার করেননি। এবার ফের একই চ্যানেলের সিরিয়ালকে কেন্দ্র করে শোনা গেল একই জল্পনা। সেই ধারাবাহিকও বেশ জনপ্রিয়। দু বছর পার করে ফেলেছে সিরিয়াল (Serial)। তবুও জনপ্রিয়তা কমার নাম নেই। টিআরপিও থাকে বেশ চড়া। কিন্তু এবার গুঞ্জন শোনা গেল, ধারাবাহিক থেকে নাকি বাদ পড়ছেন নায়ক!

This serial hero heroine are rumoured to be fighting

বাদ পড়ছেন নায়ক: টেলিপাড়ায় গুঞ্জন, জি এর জনপ্রিয় সিরিয়াল (Serial) ‘জগদ্ধাত্রী’তে নাকি চরম বিবাদ নায়ক নায়িকার মধ্যে। বাস্তবে নাকি মুখ দেখাদেখি প্রায় বন্ধ জগদ্ধাত্রী স্বয়ম্ভূ ওরফে অঙ্কিতা এবং সৌম্যদীপের। যার জেরে গল্প এগোনোর পর পর্দায় দুজনকে একসঙ্গে খুব কমই দেখা যাচ্ছে।

আরো পড়ুন : ‘আপনার মেয়ে…’, বাবার কাছে হঠাৎ ফোন, যা পরিণতি হল ‘ডান্স বাংলা ডান্স’ প্রতিযোগীর…

বড় স্বস্তি অনুরাগীদের: জল্পনা এও বলছে, এই বিবাদের জেরেই নাকি সিরিয়াল (Serial) থেকে বাদ পড়তে চলেছেন স্বয়ম্ভূ। তার জায়গায় দুর্গা রূপী অঙ্কিতার নায়ক হয়ে আসবেন অন্য কোনো অভিনেতা। কিন্তু গুঞ্জন জোরালো হতেই দর্শকরা বড় চমক দিল জগদ্ধাত্রী স্বয়ম্ভূ।

আরো পড়ুন : প্রথম বারেই “খেল খতম”, নৌবাহিনীকে হস্তান্তরের আগেই ভেঙে পড়ল আদানির ১৫০ কোটির ড্রোন

সম্প্রতি ব্লুজ প্রোডাকশন হাউজের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে বিবাদের জল্পনা উড়িয়ে দারুণ খোশমেজাজে ধরা দিলেন অঙ্কিতা সৌম্যদীপ। শুধু তাই নয়, পর্দার স্ত্রীর জন্য ‘গেরুয়া’ গানটাও গেয়ে শোনালেন তিনি। তাঁদের ভিডিও দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে, দুর্গার নতুন নায়ক এলেও জগদ্ধাত্রীর নায়ক হয়ে কিন্তু থাকবেন সৌম্যদীপই।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর