সিরিয়ালের সেটে প্রেম, বিবাহিত নায়ককে মন দিলেন নায়িকা, ভাঙনের মুখে অভিনেতার সংসার!

বাংলাহান্ট ডেস্ক : টলিপাড়ায় সবসময়ই সম্পর্কের ভাঙাগড়া লেগেই রয়েছে। নতুন প্রেম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দূরত্ব বাড়ে আরেক সম্পর্কে। একই সিরিয়ালে (Serial) কাজ করতে করতেও নায়ক নায়িকার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হওয়া অস্বাভাবিক নয়। শুটিং সেটে প্রেম হয়ে বাস্তব জীবনে গাঁটছড়া বেঁধেছেন এমন জুটিও রয়েছেন বহু। কিন্তু এবার বিবাহিত নায়কের প্রেমে পড়েই প্রেমিকের সঙ্গে ব্রেকআপ করলেন নায়িকা!

সিরিয়ালের (Serial) সেটেই প্রেম নায়ক নায়িকার

টেলিপাড়ায় কান পাতলেই গুঞ্জন শোনা যাচ্ছে, ক্যামেরার পেছনে নাকি গোপনে প্রেম জমাট বাঁধছে জনপ্রিয় সিরিয়ালের (Serial) নায়ক নায়িকার। এদিকে নায়ক নায়িকার থেকে বয়সে বেশ অনেকটাই বড়, উপরন্তু বিবাহিত। কিন্তু কথাতেই আছে, প্রেম বয়স দেখে না, কোনো বাধা মানে না। নায়িকাও শাসনে রাখতে পারেনি নিজের মনকে।

This serial hero heroine is reportedly in a relationship

সম্পর্কে বিচ্ছেদ নায়িকার: শোনা যাচ্ছে, আগে এক সম্পর্কে ছিলেন নায়িকা। কিন্তু নায়কের সঙ্গে অফস্ক্রিনে রসায়ন ঘনীভূত হতেই বিচ্ছেদ হয়েছে সেই প্রেমে। অন্যদিকে নায়কের তরফেও নাকি সাড়া আসছে। সিরিয়ালের (Serial) টিআরপি বাড়লেও এর প্রভাব পড়তে শুরু করেছে নায়কের দাম্পত্য জীবনে। গুঞ্জন বলছে, আগে অভিনেত্রী স্ত্রীর সঙ্গে প্রায়ই এদিক ওদিক ঘুরতে যেতেন নায়ক। এখন স্ত্রী একাই যান। নায়ক নাকি সেটেও বেশি সময় কাটানো শুরু করেছেন।

আরো পড়ুন : নিজের বাড়িতেই ছুরির কোপ সইফকে! গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি বলিউডের নবাব

নায়কের বিবাহিত জীবনেও ফাটল: তবে এই পরিবর্তনের কথা মানতে নারাজ সকলেই। নায়কের অভিনেত্রী স্ত্রীর বক্তব্য, স্বামী ব্যস্ত থাকায় একা ঘোরেন তিনি। অন্যদিকে সিরিয়ালের (Serial) নায়ক নায়িকাও দীর্ঘদিন ধরেই অস্বীকার করে আসছেন এই ঘনিষ্ঠতার গুঞ্জন। যদিও অন্দরের খবর অন্য রকম।

আরো পড়ুন : দশক পেরিয়েও উজ্জ্বল ‘জল নূপুর’, অপরাজিতার ‘পারি পাগলী’ই অনুপ্রেরণা এই নায়িকার

সূত্র বলছে, ক্যামেরার পেছনেও নাকি মেকআপ রুমে একসঙ্গে সময় কাটান নায়ক নায়িকা। সিরিয়াল শুরু হওয়ার পর নায়ককে নাকি বদলেই দিয়েছেন তিনি। অনস্ক্রিনেও নায়কের প্রেমে হাবুডুবু খাচ্ছেন নায়িকা। বাস্তবে কী হয় সেটাই দেখার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর