গল্প এগোলো রাতারাতি, দর্শক টানতে জমজমাট পর্ব আনছে জলসার এই সিরিয়াল

বাংলাহান্ট ডেস্ক : টেলিভিশনে দর্শকদের বিনোদনের কমতি নেই। একগুচ্ছ চ্যানেলে একাধিক সিরিয়াল (Serial) অপেক্ষা করছে দর্শকদের মনোরঞ্জনের জন্য। দুপুর থেকে রাতের স্লটে সম্প্রচারিত হয় একগুচ্ছ মেগা। এর মধ্যে থেকে বেশ কিছু সিরিয়াল ভিন্নধর্মী গল্পের জোরে দর্শকদের নজর কেড়ে নিতে সক্ষম হয়েছে। অন্য ধারাবাহিকগুলি (Serial) পিছিয়ে পড়ছে টিআরপিতে।

রাতারাতি চর্চায় জলসার সিরিয়ালটি (Serial)

বর্তমানে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে মাঝেমধ্যেই নানান টুইস্ট নিয়ে আসছে বিভিন্ন সিরিয়ালগুলি (Serial)। কোনো সিরিয়ালে বড়সড় কোনো রদবদল হচ্ছে, কোনোটায় আবার গল্প এগিয়ে যাচ্ছে একলাফে। স্টার জলসার একটি সিরিয়ালেও (Serial) সম্প্রতি বড় মোড় এসেছে। আর তার জেরেই হঠাৎ করে চর্চায় উঠে এসেছে সিরিয়ালটি।

This serial is bringing twist after twist

পিছিয়ে থেকেছে টিআরপিতে: মাস তিনেক আগে শুরু হলেও টিআরপিতে তেমন ভাবে ছাপ ফেলতে পারেনি ‘গৃহপ্রবেশ’। স্টার জলসারই সিরিয়ালটি (Serial) ছক বদলে ভিন্ন ধরণের গল্প নিয়ে শুরু হয়েছিল। তবুও সেভাবে দর্শকদের মন জয় করতে পারেনি ধারাবাহিকটি। বিপরীতে জি বাংলার সিরিয়ালই (Serial) স্লট লিডার হয়েছে।

আরো পড়ুন : গল্পের ট্র্যাক বদলান, নয়তো… বেকায়দায় স্টার জলসা! সিরিয়াল নিয়ে “হুঁশিয়ারি” দর্শকদের

কী চলছে সিরিয়ালে: তিন মাস পার করে এবার সিরিয়ালের (Serial) গল্পে বড়সড় পরিবর্তন এনেছেন নির্মাতারা। চমকে দেওয়া মোড়ে দর্শকরাও খুঁজে পেয়েছেন আগ্রহ। বর্তমানে সিরিয়ালে দেখানো হচ্ছে, শুভলক্ষ্মী সেবন্তী ভাবছে যে আদৃত আর বেঁচে নেই। তাকে ছাড়াই সন্তান জন্ম দিয়ে ছেলেকে বড় করছে শুভলক্ষ্মী (Serial)। অন্যদিকে গুঞ্জন ছড়িয়েছিল, গল্পে নাকি নায়ক বদল হবে। কিন্তু সেসব জল্পনা উড়িয়ে ফের সুস্মিতকেই দেখা গেল আদৃত হিসেবে। তবে তার সব স্মৃতি হারিয়ে যাওয়ায় ডাক্তার মোহনা তাকে নিজের বাড়িতে নিয়ে আসে।

আরো পড়ুন : সদ্য শেষ হয়েছে সিরিয়াল, আবারও জি-তেই ফিরছেন “বেঙ্গল টপার” নায়িকা! প্রকাশ্যে ধামাকা প্রোমো

অন্যদিকে দেখা যায় আদৃতকে ছাড়া তাদের মশলার ব্যবসাও ডুবতে বসেছে। তাদের কর্মচারীরা বিদ্রোহ করতে শুরু করে। বাধ্য হয়ে সেবন্তীর কথায় শুভলক্ষ্মী যায় কারখানায়। এদিকে আবার এক নতুন ভিলেনের এন্ট্রি হয়, সম্ভবত সেই রয়েছে আদৃতের দুর্ঘটনার পেছনে। আগামী পর্বে কী চমক আসে সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর