বাংলাহান্ট ডেস্ক : টিআরপি বাড়াতে নিত্য বদল আসছে বিভিন্ন সিরিয়ালে (Serial)। কোথাও কোথাও গল্পে নতুন মোড় আসছে, কোথাও আবার বদলে যাচ্ছে অভিনেতা অভিনেত্রীরাই। দর্শকদের আকর্ষণ করতে বিভিন্ন ধরণের টুইস্ট নিয়ে আসা হচ্ছে গল্পে। আরো আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হচ্ছে সিরিয়ালগুলিকে, যাতে প্রবল প্রতিযোগিতার মধ্যে দর্শকদের নজর কেড়ে নেয় ধারাবাহিকগুলি (Serial)।
বড় বদল আসছে জলসার সিরিয়ালে (Serial)
বর্তমানে জি বাংলা এবং স্টার জলসা এই দুটি চ্যানেলের মধ্যে রয়েছে কড়া টক্কর। অবশ্য পিছিয়ে নেই সান বাংলার মতো চ্যানেলের ধারাবাহিকগুলিও (Serial)। নতুন নতুন সিরিয়াল এনে চমক দিচ্ছে প্রায় প্রতিটি চ্যানেল। আর তাদের মধ্যে চলছে টিআরপির জন্য লড়াই। এবার স্টার জলসার একটি মেগায় (Serial) আসতে চলেছে বিরাট পরিবর্তন।
স্লট বদল হয়েছে সিরিয়ালের: স্টার জলসার জনপ্রিয় সিরিয়ালগুলির (Serial) মধ্যে অন্যতম ‘শুভ বিবাহ’। যদিও সম্প্রতি স্লট বদল হয়েছে এই ধারাবাহিকের। জলসার নতুন মেগা ‘চিরসখা’কে জায়গা দিতে সরতে হয়েছে এই সিরিয়ালকে (Serial)। এর জেরে সুধা আর তেজের ভক্তরা রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছিলেন চ্যানেল কর্তৃপক্ষের উপরে।
আরো পড়ুন : বাজেটে বরাদ্দ ১৩ হাজার কোটি! রাশিয়া-আমেরিকাকে টেক্কা দিয়ে এবার মহাকাশে বাজিমাত করবে ভারত
নতুন টুইস্ট আসছে: শেষ সপ্তাহেও রাত নটার স্লটে দারুণ নম্বর তুলেছে শুভ বিবাহ। প্রতিপক্ষ ‘মিত্তির বাড়ি’কে হারিয়ে স্লট লিডার হয়েছে এই মেগা (Serial)। এবার নয়া স্লটেও যাতে টিআরপি ধরে রাখা যায় তার জন্য কোমর বাঁধলেন নির্মাতারা। চিরসখা আসতেই যাতে টিআরপি ধরে রাখা যায় তার জন্য কোমর বাঁধলেন নির্মাতারা। চিরসখা আসতেই রাত সাড়ে দশটায় পাঠিয়ে দেওয়া হয়েছে শুভ বিবাহকে। এমতাবস্থায় গল্পে এল নতুন টুইস্ট।
আরো পড়ুন : বাজেটের ধাক্কায় দালাল স্ট্রিটে অস্থিরতা, আদৌ লাভের মুখ দেখলেন লগ্নিকারীরা?
কিছুদিন আগেই দেখা গিয়েছে, সুধার প্রাক্তন প্রেমিক এসেছে। কিন্তু নায়ক নায়িকার মধ্যে ভাঙন ধরাতে ব্যর্থ হয় তার পরিকল্পনা। এর মাঝেই এসেছে বড় খবর। দর্শকরা জানেন, মা হতে চলেছে সুধা। নতুন সদস্যের আগমনে গল্পে বড় কোনো পরিবর্তন আসতে পারে বলেই মনে করা হচ্ছে। এতে টিআরপিতে কী প্রভাব পড়ে সেটাই দেখার অপেক্ষা।