বাংলাহান্ট ডেস্ক : বছর শুরু হতেই যেন একের পর এক সিরিয়ালের (Serial) বিদায় ঘন্টা বেজেই চলেছে। নতুন থেকে পুরনো, ছাড় পাচ্ছে না কোনো ধারাবাহিক। টিআরপির একটু এদিক ওদিক হলেই হয় স্লট বদল হচ্ছে, নয়তো সরাসরি দাঁড়ি পড়ে যাচ্ছে ধারাবাহিকের গল্পে। স্টার জলসায় বন্ধ হয়েছে দীর্ঘদিন ধরে চলা ‘হরগৌরী পাইস হোটেল’। জি বাংলারও অন্যতম পুরনো তথা জনপ্রিয় সিরিয়াল (Serial) ‘নিম ফুলের মধু’ শেষ হওয়ার মুখে। এবার গল্প ফুরোতে চলল আরো এক সিরিয়ালের।
শেষের মুখে আরো এক সিরিয়াল (Serial)
একদিকে যেমন নতুন নতুন ধারাবাহিক (Serial) আসছে, তেমনি আবার স্লট খালি করতে একাধিক ধারাবাহিক শেষও করে দেওয়া হচ্ছে। সেই জায়গায় আনা হচ্ছে আবারো এক নতুন গল্প। এবার এমনি আরেকটি ধারাবাহিককে (Serial) বিদায় জানাতে হচ্ছে দর্শকদের। বর্তমানে অধিকাংশ সিরিয়ালের মতো এই ধারাবাহিকটিও (Serial) মাত্র কয়েক মাসেই পাততাড়ি গোটাচ্ছে।
দর্শকরা পছন্দ করেছিল সিরিয়াল: গত নভেম্বরে শুরু হয়েছিল আকাশ আট চ্যানেলের ‘অনুপমার প্রেম’ সিরিয়ালটি (Serial)। সাহিত্যের সেরা সময় সিরিজে আনা হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ছোট গল্প অবলম্বনে তৈরি এই সিরিয়ালটি। তবে তিন মাস পূর্ণ করেই এবার টিভির পর্দা থেকে বিদায় নিচ্ছে ধারাবাহিকটি (Serial)। যদিও এই কয়েক মাসেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল সিরিয়ালটি।
আরো পড়ুন : নবাগতা হয়েও দুরন্ত অভিনয়, লম্বা বিরতি শেষে জলসার নতুন মেগায় ফিরছেন সুন্দরী নায়িকা
দক্ষ অভিনয় করেছেন কলাকুশলীরা: সাহিত্য নির্ভর সিরিয়ালটিকে (Serial) দক্ষ অভিনয় দিয়ে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছিলেন অভিনেতা অভিনেত্রীরা। মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল বিয়াস ধর, আর্য দাশগুপ্ত এবং রাজ সেনকে। তরুণ প্রজন্মের এই অভিনেতা অভিনেত্রীরা কম সময়েই দর্শকদের মন জয় করতে পেরেছিলেন। বিয়াস ধর, আর্য দাশগুপ্ত এবং রাজ সেনকে। তরুণ প্রজন্মের এই অভিনেতা অভিনেত্রীরা কম সময়েই দর্শকদের মন জয় করতে পেরেছিলেন।
আরো পড়ুন : দু বছর গোপনে প্রেম, জলসার নায়কের সঙ্গেই বিয়ের পিঁড়িতে জি এর সিরিয়ালের নায়িকা!
জানা গিয়েছে, এই ফেব্রুয়ারি মাসেই শেষ হবে ‘অনুপমার প্রেম’ সিরিয়ালটি (Serial)। শেষ শুটিং কবে হবে তাও নাকি ঠিক হয়ে গিয়েছে। জানিয়ে রাখি, এই ধারাবাহিকটি শেষ হলে তার জায়গায় শুরু হবে ‘প্রথম কদম ফুল’ সিরিয়াল। সেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে শৌভিক বন্দ্যোপাধ্যায়, সৌমি বন্দ্যোপাধ্যায় এবং পূর্বাশা রায়কে।