বাংলাহান্ট ডেস্ক : নতুন গল্প শুনতে, নতুন সিরিয়াল (Serial) দেখতে কে না পছন্দ করে। গল্প কেমন হবে, অভিনেতা অভিনেত্রীদের রসায়ন কতটা জমবে এসব নিয়ে সিরিয়াল শুরুর আগে থেকেই চলতে থাকে আলোচনা। তবে নতুন সিরিয়াল (Serial) শুরু হওয়ার আনন্দ যেমন রয়েছে, তেমনি একটা খারাপ লাগাও কাজ করে অনেকের মধ্যে।। কারণ একটি নতুন ধারাবাহিক শুরু হওয়া মানেই আরেকটি পুরনো সিরিয়াল শেষ হওয়া।
নতুন মেগার জন্য কোপ পুরনো সিরিয়ালে (Serial)
নতুনদের জন্য সবসময় পুরনোদেরই জায়গা ছেড়ে দিতে হয়। সেই ছেড়ে যাওয়া স্লটে বা এদিক ওদিক করে অন্য স্লটে আসে নতুন মেগা। এক্ষেত্রে সাধারণত সবথেকে পুরনো এবং কম পিআরপির সিরিয়ালকেই (Serial) বেছে নেওয়া হয় শেষ করার জন্য। জি বাংলার ক্ষেত্রেও ঘটতে চলেছে তেমনটাই।
কখন আসছে জি এর নতুন মেগা: একগুচ্ছ নতুন সিরিয়াল (Serial) শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে জি তে। তার মধ্যে একটি ধারাবাহিকেরই প্রোমো সামনে এসেছে। সেই সঙ্গে শুরুর আগেই নাম বদলে দিয়ে দর্শকদের আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে সিরিয়ালটি (Serial)। কথা হচ্ছে আসন্ন সিরিয়াল ‘চিরদিনই তুমি যে আমার’কে নিয়ে। সদ্য প্রকাশ্যে এসেছে সিরিয়ালের দ্বিতীয় তথা চূড়ান্ত প্রোমো। আর তারপরেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। জিতু দিতিপ্রিয়ার আসন্ন মেগার (Serial) জন্য কার কপাল পুড়বে?
আরো পড়ুন : দর্শকদের ভয়টাই সত্যি হল, নতুন মেগাকে জায়গা দিতে বিদায় নিল এই সিরিয়াল!
স্লট বদলের শঙ্কা: উল্লেখ্য, বেশ অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, ‘নিম ফুলের মধু’ শেষ হতে বসেছে। এমনকি নতুন সিরিয়ালে (Serial) নায়ক রুবেলের যোগদানের গুঞ্জনও তীব্র হয়েছে। তবে অন্যদিকে মিঠিঝোরা, মালাবদল, পুবের ময়নার মতো সিরিয়ালগুলির (Serial) কম টিআরপির বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। তবে এবার জানা গেল, দর্শকদের আশঙ্কাই সত্যি হতে চলেছে।
আরো পড়ুন : সর্বনাশ! সব ঠিক হয়েও গণ্ডগোল, আসন্ন সিরিয়াল থেকে বাদ পড়লেন নায়িকা
টেলিপাড়ায় তীব্র জল্পনা, চিরদিনই তুমি যে আমার এর জন্য সবার আগে শেষ হচ্ছে নিম ফুলের মধু। সম্ভবত এটি সবথেকে পুরনো ধারাবাহিক (Serial) হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এও শোনা যাচ্ছে, নতুন মেগাটি আসবে সন্ধ্যা সাড়ে ছটার স্লটে আর ‘আনন্দী’ যাবে ছটায়। তবে এও শোনা যাচ্ছে, সদ্য আনন্দীতে যোগ দিয়েছেন অন্য লেখিকা, যিনি আবার ‘তেঁতুলপাতা’র গল্পও লেখেন। সেক্ষেত্রে আনন্দীকে আদৌ ওই স্লট দেওয়া হবে কিনা, বা নিম ফুল শেষ হবে কিনা সেটাই জানার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।