বাংলাহান্ট ডেস্ক : অনেক সময় নানান টুইস্ট এনেও টিআরপি তোলা যায় না। দর্শকদের পছন্দ বারবার বদলানোর কারণে নতুন নতুন চমক আনলেও নম্বর বৃদ্ধির কোনো লক্ষণ দেখা যায় না। সেক্ষেত্রে অনেক সময় নির্মাতারা এবং চ্যানেল হাল ছেড়ে দিয়ে সিরিয়াল (Serial) শেষ করে দেয়। আবার অনেক সময় পরপর চমক এনে চেষ্টা করা হয় টিআরপি বাড়ানোর।
সিরিয়ালে (Serial) বড় বদল আনতে চলেছে জলসা
স্টার জলসার একাধিক সিরিয়াল (Serial) এই মুহূর্তে কম টিআরপি নিয়ে লড়ে যাচ্ছে। গল্পে নতুন নতুন মোড় এনেও বিশেষ লাভ হচ্ছে না। অনেক ক্ষেত্রেই দর্শকরা আগ্রহ হারিয়েছেন। এমনকি সিরিয়ালে (Serial) বড়সড় পরিবর্তন এনেও টিআরপিতে কোনো বদল আনা যায়নি। তবে এবার আবারো একটি বড় পরিবর্তন আনতে চলেছে স্টার জলসার এক ধারাবাহিক (Serial)।
কী চলছে গল্পে: কথা হচ্ছে ‘রোশনাই’ এর ব্যাপারে। ইতিমধ্যেই নায়িকা বদল হয়েছে এই ধারাবাহিকে (Serial)। কিন্তু আসেনি টিআরপিতে কোনো পরিবর্তন। ১০ টা ১৫র স্লটে নামমাত্র টিআরপি নিয়ে ধুঁকছে ধারাবাহিকটি। নতুন রোশনাই তিয়াশা লেপচা দর্শক টানতে ব্যর্থ। তাই এবার নায়ক নায়িকার মাঝে আরো এক সদস্য আনার পরিকল্পনা করেছেন নির্মাতারা। বর্তমান ট্র্যাকে (Serial) দেখানো হচ্ছে, মা হতে চলেছে রোশনাই।
আরো পড়ুন : জি-কে কড়া চ্যালেঞ্জ, দেব-যশের “ধামাকা” পারফরম্যান্স, গীতা-কথা-ঝিল্লিরা জমিয়ে দিলেন পরিবার অ্যাওয়ার্ড!
আগামীতে আসছে বড় চমক: এদিকে রোশনাই আরণ্যকের সন্তানের মা হচ্ছে শুনেই চমকে গিয়েছে গরিমা। আদিত্য যদিও রোশনাইকে (Serial) বলে, সে তার লড়াইয়ে পাশে আছে। উত্তরে রোশনাই বলে, সে তার সন্তানকে একাই মানুষ করতে পারবে। তবে সন্তানকে নিয়ে সে তার পিতৃপরিচয় চাইতে যাবে। নিজের ছোট থেকে পাওয়া কষ্ট সন্তানকে দিতে চায় না রোশনাই।
আরো পড়ুন : মাটির নিচে ১৪ কোটি বছরের “গুপ্তধন”, পড়শি রাজ্যে বিরাট সাফল্য ভূতাত্ত্বিকদের, জানলে হবেন “থ”
কথা মতো বাড়িতে আরণ্যকের সামনে এসে উপস্থিত হয় রোশনাই। গরিমার কুকথা, আরণ্যকের অপমান সহ্য করেই সে সকলের সামনে জানিয়ে দেয়, আরণ্যকের সন্তানের মা হতে চলেছে সে। একথা শুনে সকলে স্তব্ধ হয়ে যায়। আরণ্যক বিশ্বাস করে না তার কথা। তর্ক শুরু হয়ে যায় দুজনের। দর্শকরা মনে করছেন, নায়ক নায়িকার মাঝে একরত্তিকে এনে দুজনের মিল করিয়েই টিআরপি তোলার চেষ্টায় রয়েছেন নির্মাতারা। তবে নতুন ট্র্যাকে টিআরপিতে কী প্রভাব পড়বে সেটাই দেখার অপেক্ষা।