বাংলাহান্ট ডেস্ক : পুরনো ধারাবাহিক (Serial) শেষ হয় আর শুরু হয় নতুন ধারাবাহিক। এমনটাই চলে আসছে বছরের পর বছর ধরে। বর্তমানে টিআরপির ক্ষেত্রে অনেক কিছুই বদল হয়েছে ঠিকই, তবে শুরু আর শেষের খেলা চলছে টেলিভিশনে। এখন অবশ্য সিরিয়াল (Serial) পুরনো হওয়ার আগেই শেষ হয়ে যায়। কারণ টিআরপি কমলেই চ্যানেল কর্তৃপক্ষ বন্ধ করে দেয় সিরিয়াল।
শুরু হতে চলেছে একগুচ্ছ নতুন সিরিয়াল (Serial)
জি বাংলা এই মুহূর্তে এগিয়ে রয়েছে নতুন ধারাবাহিক শুরুর দিক দিয়ে। কারণ পরপর তিনটি সিরিয়াল (Serial) শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে এই চ্যানেলে। তেমনি আবার শেষের মুখে পৌঁছে গিয়েছে একগুচ্ছ সিরিয়াল। জি বাংলায় দু দুটি নতুন সিরিয়াল (Serial) শুরু হতে চলেছে মার্চের প্রথম সপ্তাহেই। ‘দুগ্গামণি ও বাঘমামা’ শুরু হচ্ছে আগামী ৩ রা মার্চ থেকে। অন্যদিকে ‘চিরদিনই তুমি যে আমার’ শুরু হতে চলেছে আগামী ১০ ই মার্চ থেকে।
এসেছে নতুন প্রোমো: পরপর দুই সপ্তাহে দুটি ধারাবাহিক (Serial) শুরু হচ্ছে জি বাংলায়। তবে শুধু এই দুটি সিরিয়াল নয়, আরো একটি নতুন ধারাবাহিকও আসছে খুব শীঘ্রই। নতুন সিরিয়ালের (Serial) নাম হতে চলেছে ‘তুই আমার হিরো’। প্রধান চরিত্রে রুবেল দাসের বিপরীতে থাকবেন মোহনা মাইতি। প্রোমো শুট শেষ হওয়ার পর এপিসোডের (Serial) শুটিংও শুরু হয়ে গিয়েছে বলে খবর। আর এবার সামনে এল প্রথম ঝলক। রুবেলকে দেখা গিয়েছে ঝাঁ চকচকে অবতারে। অন্যদিকে মোহনার সাদাসিধে লুকও নজর কেড়েছে। চ্যানেলের তরফে জানানো হয়েছে, এক সাধারণ মেয়ের সাথে সুপারস্টারের প্রেমের গল্প নিয়ে আসছে এই নতুন ধারাবাহিক (Serial)।
আরো পড়ুন : জ্বালানির চাহিদা আকাশছোঁয়া! মাথায় ঋণের বোঝা নিয়েই এবার ভারতের বন্ধুর শরণাপন্ন বাংলাদেশ
বন্ধ হচ্ছে একগুচ্ছ মেগা: অন্যদিকে দুটি সিরিয়ালকে (Serial) জায়গা দিতে শেষ করে দেওয়া হচ্ছে পুরনো দুটি ধারাবাহিক। শেষ হয়ে যাচ্ছে ‘মালা বদল’ এবং ‘নিম ফুলের মধু’। ইতিমধ্যেই মালা বদলের স্লটে পাঠানো হচ্ছে মিঠিঝোরাকে। আর সাড়ে নটার সময়ে আসছে দুগ্গামণি। তবে নিম ফুলের শেষের খবর কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বরং সন্ধ্যা সাড়ে ছটায় অর্থাৎ আনন্দীর (Serial) স্লটে দেওয়া হচ্ছে চিরদিনই তুমি যে আমারকে। তবে কি আনন্দী শেষ হয়ে যাবে?
আরো পড়ুন : হু হু করে নামল TRP, ‘কথা’র কপাল পুড়তেই মাথা তুলল জলসার এই মেগা! ঘুরে গেল সব হিসেব
অনেকে মনে করছেন, স্লট বদল করে নিম ফুল শেষ করে ছটায় দেওয়া হবে আনন্দীকে। কিন্তু সেখানেও থেকে যায় একটি প্রশ্ন। তুই আমার হিরো সিরিয়ালটিও শুরু হতে চলেছে শীঘ্রই। তাহলে সেটি কোন সময়ে আসবে? তবে কি আনন্দীর পতন হচ্ছেই? আপাতত চ্যানেলের তরফে উত্তরের অপেক্ষায় রয়েছেন দর্শকরা।