বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালগুলির (Bengali Serial) মধ্যে টিআরপির টক্কর দীর্ঘদিনের। কারণ টিআরপির উপরে প্রতিটি সিরিয়ালেরই ভাগ্য নির্ধারিত হয়। টিআরপি দেখেই ঠিক হয় কোন সিরিয়াল দু মাস চলবে আর কোনটা দু বছর। এই মুহূর্তে জনপ্রিয়তার দিক দিয়ে স্পষ্টতই এগিয়ে রয়েছে স্টার জলসা। কোনো রকমে জি বাংলার কয়েকটি সিরিয়াল জায়গা করে সেরা দশের তালিকায়।
এমতাবস্থায় শোনা যাচ্ছে, স্টার জলসাকে এঁটে উঠতে আরো দুটি সিরিয়াল আমদানি করছে জি বাংলা। তার মধ্যে থেকে একটি সুরিন্দর ফিল্মস প্রযোজনা সংস্থার সিরিয়াল। কবে নাগাদ নতুন সিরিয়াল দুটি আসবে তা এখনো জানা না গেলেও গুঞ্জন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, কোন সিরিয়াল এবার বন্ধ হওয়ার মুখে।
উল্লেখ্য, জি বাংলার পুরনো সিরিয়াল গুলির মধ্যে সবথেকে কম টিআরপি রয়েছে যমুনা ঢাকি (Jomuna Dhaki) এবং কড়ি খেলা। এই দুটির মধ্যে আবার তুলনামূলক বেশি পুরনো যমুনা ঢাকি। শোনা যাচ্ছে, খাঁড়ার কোপটাও আগে এই সিরিয়ালের উপরেই পড়বে।
একটা সময় টিআরপি তালিকায় নিয়মিত সেরা পাঁচের মধ্যে থাকত যমুনা। সেটা পরে নেমে দাঁড়ায় সেরা দশে। আর এখন তো তাও জুটছে না যমুনার কপালে। বেশ কয়েক সপ্তাহ ধরেই সেরা দশের তালিকা থেকে বেরিয়ে গিয়েছে এক সময়কার এই জনপ্রিয় সিরিয়াল। এমনকি নিজের দীর্ঘদিনের জায়গা ‘গৌরী এলো’র কাছে খুইয়ে রাত সাড়ে দশটার স্লটেও নেমে গিয়েছে।
তবে এখনো পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফে যমুনা ঢাকি বা কড়ি খেলা কোনো সিরিয়ালই শেষ হয়ে যাওয়ার ঘোষনা করা হয়নি। তেমনি নতুন কোন সিরিয়াল আসছে সে বিষয়েও কোনো আভাস পাওয়া যায়নি।