বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরে সর্বপ্রথমে যে নতুন সিরিয়াল (Serial) আসতে চলেছে জি বাংলায় তা হল ‘তোমাকে ভালোবেসে’। এই ধারাবাহিকের হাত ধরেই বেশ কয়েক বছর পর ছোটপর্দায় ফিরছেন ‘রাণীমা’ দিতিপ্রিয়া রায়। প্রকাশ্যে আসা প্রোমো থেকে আভাস মিলেছে, এবার এক আদ্যোপান্ত প্রেমের গল্পে দেখা যাবে দিতিপ্রিয়াকে। কবে থেকে শুরু হবে সিরিয়ালটি (Serial), আপাতত সেই তথ্য পেতেই আগ্রহী দর্শকরা।
কোন সিরিয়ালের (Serial) জায়গা নেবে দিতিপ্রিয়ার মেগা
দিতিপ্রিয়ার কামব্যাক মেগা নিয়ে যেমন চর্চা চলছে, তেমনি জল্পনা হচ্ছে, এই সিরিয়ালের (Serial) জেরে কার ঘাড়ে পড়তে পারে কোপ। উল্লেখ্য, এই মুহূর্তে জি বাংলায় ‘জগদ্ধাত্রী’ এবং ‘নিম ফুলের মধু’ দুটিই সবথেকে পুরনো মেগা। এর মধ্যে জগদ্ধাত্রীর গল্প সবে লিপ নিয়েছে। এখনই সিরিয়াল (Serial) শেষের সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে নিম ফুলও লিপ নিয়ে দেখাচ্ছে নতুন গল্প।
জল্পনায় উঠে আসছে দুই নাম: অন্যদিকে ‘মালাবদল’ ধারাবাহিকটি কম টিআরপির জেরে শেষ হওয়ার গুঞ্জন শোনা গেলেও নায়িকা জোর গলায় দাবি করেছেন, এখনো নাকি অনেক গল্পই শোনানো বাকি। এছাড়া ‘মিঠিঝোরা’র গল্পও প্রায় শেষের দিকেই বলে মনে করছেন দর্শকরা। এমতাবস্থায় গুঞ্জন শোনা যাচ্ছে, তোমাকে ভালোবেসের জন্য সম্ভবত মিঠিঝোরা শেষ করা হলেও হতে পারে।
আরো পড়ুন : মার্চেই আসবে সন্তান, অন্তঃসত্ত্বা ‘নিম ফুল’ অভিনেত্রীর সাধে হাজির ‘পর্ণা’ পল্লবী
কোন স্লটে আসার সম্ভাবনা: বর্তমানে মিঠিঝোরা এবং মালাবদল দুটি মেগাই ৪৫ মিনিট ধরে সম্প্রচারিত হচ্ছে। কিন্তু টিআরপি তেমন আশানুরূপ নয়। দর্শকদের একাংশের মতে, মিঠিঝোরা শেষ করে রাত দশটার স্লটে আনা হতে পারে দিতিপ্রিয়ার ধারাবাহিককে (Serial)। তবে জল্পনা চললেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি চ্যানেলের তরফে।
আরো পড়ুন : ‘অভিনয় পারে না, তোতলা’, খাদান-এর সাফল্যের মাঝেই অভিমানী দেব, ‘কেউ পাত্তা দেয়নি…’
প্রসঙ্গত, তোমাকে ভালোবেসে সিরিয়ালে দিতিপ্রিয়ার বিপরীতে দেখা যাবে জিতু কামালকে। তবে অভিনেতা মুখে কুলুপ এঁটেছেন এ বিষয়ে। তাঁর নতুন প্রোমো আসারও অপেক্ষায় রয়েছেন দর্শকরা।