জোড়া মেগার সাঁড়াশি আক্রমণ, গল্প জমে ওঠার আগেই দাঁড়ি পড়ছে স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়ালে

বাংলাহান্ট ডেস্ক : টিআরপির ওঠা পড়ায় সর্বক্ষণ দোদুল্যমান থাকে সিরিয়ালের (Serial) নৌকো। নম্বর একটু কমলেই ভয়ে ভয়ে থাকতে হয় নির্মাতা এবং কলাকুশলীদের। যেকোনো সময় আসতে পারে সিরিয়াল বন্ধের নির্দেশ। অন্তত বিগত বেশ কয়েক মাস ধরে এমনি চল দেখা যায় টেলিপাড়ায়। টিআরপির উপরে ভর করেই ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে সিরিয়ালগুলির (Serial)। যার জেরে কয়েক মাসেই বন্ধ হয়ে যাচ্ছে বহু ধারাবাহিক। এবার কোপে স্টার জলসার এক পরিচিত মেগা।

বিদায় নিচ্ছে বঁধুয়া সিরিয়াল (Serial)

মাত্র সাত মাস আগে স্টার জলসায় পথচলা শুরু করেছিল ‘বঁধুয়া’ সিরিয়ালটি (Serial)। রেজওয়ান রব্বানি শেখের সঙ্গে এই সিরিয়ালেই (Serial) প্রথম ছোটপর্দায় মুখ দেখান জ্যোতির্ময়ী। ভিন্ন ধরণের গল্প নিয়ে, সামাজিক বার্তা নিয়ে শুরু হয়েছিল সিরিয়ালটি (Serial)। কিন্তু দর্শকদের মনে ধরেনি। প্রথম প্রথম টিআরপি তালিকায় জায়গা পেলেও পরবর্তীকালে লাগাতার স্লটহারা হতে থাকে বঁধুয়া। অবশেষে সিরিয়ালটি শেষ করে দেওয়ারই সিদ্ধান্ত নেন নির্মাতারা।

আরো পড়ুন : বলিউডের সুসময় শেষ, ‘দেবরা’ নিয়ে ফিরছেন Jr NTR, নায়িকা-ভিলেনে জব্বর চমক!

কবে শেষ সম্প্রচার

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সম্প্রচার শুরু হয় বঁধুয়ার। আর গত ২২ শে সেপ্টেম্বর শেষ শুটিং হয়েছে এই সিরিয়ালের (Serial)। আগামী ২৮ শে সেপ্টেম্বর টিভির পর্দায় শেষবার সম্প্রচারিত হতে চলেছে বঁধুয়া। অর্থাৎ মাস শেষের সঙ্গে সঙ্গেই টেলিভিশন থেকে বিদায় নেবে বঁধুয়াও। সিরিয়াল (Serial) শেষের খবর স্বীকার করে নিয়েছেন আবির অর্থাৎ রেজওয়ান।

আরো পড়ুন : মিথিলার সঙ্গে ডিভোর্সের গুঞ্জন, জন্মদিনে প্রাক্তন স্বস্তিকার উষ্ণ আলিঙ্গনে মজলেন সৃজিত

ফ্লপ সিরিয়াল রেজওয়ানের

প্রসঙ্গত, ছোটপর্দার বেশ পরিচিত মুখ রেজওয়ান রব্বানি শেখ। তিনি মূলত জনপ্রিয়তা পান ‘সাঁঝের বাতি’ সিরিয়ালের (Serial) মাধ্যমে। ওই সিরিয়ালটি (Serial) শেষের পর ‘নবাব নন্দিনী’র হাত ধরে কামব্যাক করেছিলেন রেজওয়ান। কিন্তু টিআরপির অভাবে মাঝপথে শেষ হয়েছিল ওই ধারাবাহিকটিও। তার পুনরাবৃত্তি হল বঁধুয়া তে।

Serial

স্টার জলসাতে ইতিমধ্যেই শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে দুটি সিরিয়াল ‘দুই শালিক’ এবং ‘রাঙামতি তিরন্দাজ’। এর মধ্যে দুই শালিকে একসঙ্গে দেখা যাবে তিতিক্ষা দাস এবং নন্দিনী দত্তকে। অন্যদিকে রাঙামতী তিরন্দাজে থাকছেন নতুন মুখ মনীষা মণ্ডল। যদিও বঁধুয়ার ছেড়ে যাওয়া স্লটে কোন নতুন সিরিয়ালকে দেখা যাবে তা এখনো জানা যায়নি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর