পুলিশের গুলিতে খতম ভিলেন, ‘হরগৌরী’র পর দাঁড়ি পড়ছে জলসার আরেক মেগার গল্পে!

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন চ্যানেলে শুধু সিরিয়াল (Serial) শেষের ধুম। জি বাংলা এবং স্টার জলসা, দুই চ্যানেলেই ইতিমধ্যে বেশ কিছু ধারাবাহিক শেষের পথে। আরো কিছু মেগার শেষের গুঞ্জনও শোনা যাচ্ছে। সদ্য স্টার জলসায় শেষ শুটিং হয়েছে ‘হরগৌরী পাইস হোটেল’ এর। দীর্ঘ দু বছরেরও বেশি সময় ধরে চলার পর ৭৬৭ পর্বে এসে থেমেছে সিরিয়ালটি (Serial)। এবার শোনা যাচ্ছে, একই পথে হেঁটে শেষের মুখে এসে পৌঁছেছে আরো এক মেগা।

আরো একটি সিরিয়াল (Serial) শেষ হতে বসেছে স্টার জলসায়

জলসার সবথেকে পুরনো ধারাবাহিক (Serial) গুলির মধ্যে অন্যতম ‘হরগৌরী পাইস হোটেল’ এবং ‘অনুরাগের ছোঁয়া’। হরগৌরী শেষ হওয়ার পর এবার শোনা যাচ্ছে, সূর্য দীপার গল্পও নাকি এবার শেষের পথে। বিশেষ করে সাম্প্রতিক পর্ব দেখার পর এই গুঞ্জন আরো জোরালো হয়েছে দর্শক মহলে।

This serial of star jalsha may be ending soon

পরপর টুইস্ট আসছে গল্পে: ইদানিং বেশ জমাটি পর্ব দেখা যাচ্ছে অনুরাগের ছোঁয়ায়। কিছুদিন আগেই মিলন হয়েছে সূর্য, দীপা, সোনা আর রূপার। রূপা যাতে আর কোনোদিন দৃষ্টি ফেরত না পায় তার জন্য নতুন ষড়যন্ত্র করে মিশকা। এদিকে রূপাকে বাঁচাতে গিয়ে বড় আঘাত পেয়ে কোমায় চলে যায় দীপা। কিন্তু মাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর রূপা বাধ্য হয় নিজের আসল পরিচয় সামনে আনতে। রূপার ডাকে কোমা থেকে ফিরে আসে দীপা।

আরো পড়ুন : মুখোমুখি মা-মেয়ে, অবশেষে দুর্গার সঙ্গে মিলন হল জগদ্ধাত্রীর, TRP আনতে বিরাট টুইস্ট মেগায়

গল্প শেষ হল ভিলেনের: এর মধ্যেই সেখানে এসে হাজির হয় সূর্য আর সোনা। এদিকে রূপার আসল পরিচয়ও সবার সামনে চলে আসায় হারানো মেয়েকে বুকে জড়িয়ে ধরে রূপা। সূর্যও কান্নায় ভেঙে পড়ে। কিন্তু এর পরেও থামেনি মিশকা (Serial)। সোনাকে হাত করার চেষ্টা করে সে। তবে এবার সব জারিজুরি চিরতরে শেষ হল মিশকার।

আরো পড়ুন : সিরিয়ালের শেষ দিনে ফিরলেন নায়ক, ৭৬৭ পর্বে এসে গল্প ফুরোলো জলসার মেগার

অনুরাগের ছোঁয়ায় দেখা গেল, সূর্য দীপাকে শেষ করতে গিয়েই নিজেই পুলিশের গুলি খেল মিশকা। তারপর কারেন্টের জলে পড়ে অবশেষে শেষ হয় মিশকা সেন। আর কোনোদিন অনুরাগের ছোঁয়া সিরিয়ালে দেখা মিলবে না মিশকার। আর খলনায়িকা শেষ হতেই দর্শকদের প্রশ্ন, অবশেষে কি শেষ হতে বসেছে অনুরাগের ছোঁয়া? জলসার অন্যতম পুরনো ধারাবাহিক এটি, অথচ টিআরপি উঠছে নামমাত্র। তাই এবার সিরিয়ালটি শেষ করে দেওয়াই উচিত বলে মনে করছেন দর্শকরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর