বাংলাহান্ট ডেস্ক : টিআরপি তালিকায় প্রতি সপ্তাহে কাঁটায় কাঁটায় টক্কর দেখা যায় বিভিন্ন চ্যানেলের ধারাবাহিকের (Serial) মধ্যে। দর্শকদের আগ্রহ টানতে নানান টুইস্ট, নানান মোড় নিয়ে আসেন নির্মাতারা। তবুও কিছু কিছু সিরিয়াল পিছিয়ে যায় টিআরপির দৌড়ে। এর জেরেই এবার বন্ধের মুখে জি বাংলার এক নামী সিরিয়াল (Serial)।
বন্ধ হতে বসেছে জি বাংলার এই সিরিয়াল (Serial)
টিআরপির অভাবে ধারাবাহিক বন্ধ হওয়া নতুন কোনো বিষয় নয়। বিভিন্ন চ্যানেলের বহু সিরিয়াল (Serial) শেষ হয়ে গিয়েছে শুধুমাত্র দর্শকদের মুখ ফেরানোর কারণে। কয়েক বছর চলার পরেও যেমন সিরিয়াল (Serial) শেষ হয়, তেমনি মাত্র কয়েক মাসেই ইতি টানা হতে পারে গল্পে। এবার জি বাংলার একটি ধারাবাহিকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে চলেছে বলে খবর।
টিআরপি তুলতে পারছে না ধারাবাহিক: গুঞ্জন বলছে, শেষ হতে চলেছে ‘মালাবদল’ সিরিয়াল (Serial)। গত বছর জুলাই মাসেই শুরু হয়েছিল সিরিয়ালটি। বেশ অনেকদিন ধরেই ১০ টা ১৫-র স্লটে ৪৫ মিনিট ধরে সম্প্রচারিত হচ্ছে ধারাবাহিকটি। প্রথম দিকে ভালো টিআরপি তুললেও ইদানিং সিরিয়ালের (Serial) টিআরপি নেমে এসেছে একেবারে তলানিতে।
আরো পড়ুন: আর নেই রেহাই! হাসিনাকে বাগে পেতে মরিয়া ইউনূস সরকার! জারি করা হল….
কী বলছে দর্শক: চলতি সপ্তাহে মালা বদলের টিআরপি রয়েছে মাত্র ২.৭।জল্পনা শোনা যাচ্ছে, এত কম টিআরপির কারণেই নাকি সিরিয়ালটি (Serial) শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী, আয়লার জারিজুরি ফাঁস করার চেষ্টা করছে ঘটক দিদি। কিন্তু গল্পের বাঁধুনি বজায় থাকছে না বলেই অভিযোগ দর্শকদের একাংশের। তাই হারাচ্ছে আগ্রহ। যদিও সিরিয়ালটি (Serial) শেষ হওয়ার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি চ্যানেলের তরফে।
আরো পড়ুন: ভারতের শেয়ার বাজারেও হানা দিল চিনের ভাইরাস! উধাও সাড়ে ৯ লক্ষ কোটি টাকা, মাথায় হাত বিনিয়োগকারীদের
উল্লেখ্য, শুধু মালা বদল নয়, জি বাংলার ‘মিঠিঝোরা’ সিরিয়ালটিও শেষ হতে বসেছে বলে শোনা যাচ্ছে। বারবার রাইয়ের প্রতি অনির্বাণের সন্দেহ, দুজনের মধ্যে দূরত্ব বিরক্তি তৈরি করছে দর্শকদের মধ্যে। এদিকে টিআরপিও তেমন ওঠার নাম নেই। তাই এই সিরিয়ালটিও শেষ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।