ধারাবাহিক ছাড়ছেন খলনায়িকা, প্রথম পাঁচে TRP থেকেও বন্ধের মুখে জি এর সিরিয়াল!

বাংলাহান্ট ডেস্ক : প্রতিটি চ্যানেলে নিত্যনতুন সিরিয়াল (Serial) আসার হিড়িক। একদিকে যেমন নতুন ধারাবাহিক আসছে, তেমনি আরেকদিকে তালা পড়ছে একের পর এক গল্পে। জি বাংলায় ইতিমধ্যেই একাধিক সিরিয়াল (Serial) শেষ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এবার শোনা গেল, টিআরপি টপে থাকা সত্ত্বেও নাকি বন্ধ হতে বসেছে জি বাংলার অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল।

বন্ধ হতে বসেছে জি এর এই সিরিয়াল (Serial)

প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম পাঁচের মধ্যেই থাকে ‘ফুলকি’। জি বাংলার ধারাবাহিকটি (Serial) প্রথম থেকেই বেশ ভালো নম্বর পেয়ে আসছে। বক্সার ফুলকি দাস আর তার ‘স্যার’ টক ঝাল রোম্যান্স, সঙ্গে রুদ্রর ষড়যন্ত্র বেশ উপভোগ করেন দর্শকরা। তবে একজন নয়, এই ধারাবাহিকে রয়েছে তিন তিনজন ভিলেন। মূল খলনায়ক রুদ্ররূপ স্যান্যাল হলেও দুষ্টুমিতে শালিনী মিত্রও কম যান না।

This serial of zee bangla is rumoured to be ending

কী চলছে গল্পে: শালিনীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শার্লি মোদক। সম্পর্কে সে রোহিতের প্রাক্তন স্ত্রী। তবে সম্প্রতি ফুলকির পরিবারের সকলে জানতে পেরেছে, গোপনে রুদ্রর সঙ্গে সম্পর্কে রয়েছে শালিনী। এদিকে ইশিতাকে ব্যবহার করে তমালের উপর গুলি চালানোয় রুদ্রর স্বরূপ প্রকাশ্যে চলে এসেছে সবার কাছে। অন্যদিকে সংশোধনাগারে ইশিতার উপরে আক্রমণ হওয়ার থেকে বাঁচানোয় ফুলকির (Serial) রুদ্রর আরো কীর্তি ফাঁস করে দেয় সে।

আরো পড়ুন : খুলে গেল কোয়েলের মুখোশ, অনির্বাণকে ঠাঁটিয়ে চড় রাইয়ের! তোলপাড় করা পর্ব ‘মিঠিঝোরা’য়

আগামীতে আসছে উত্তেজক পর্ব: ফুলকি জানতে পারে, রোহিতের বক্সিং জগৎ থেকে বিতাড়িত হওয়া আর তার দাদার মৃত্যুর পেছনেও আসলে ছিল রুদ্রর হাত। এবার তার মুখোশটা টেনে খুলে ফেলতে চলেছে ফুলকি। আগামীতে টানটান উত্তেজনার পর্ব (Serial) আসতে চলেছে, এমনটাই আভাস পাওয়া গিয়েছে। তবে এর মধ্যেই শোনা গেল আরেকটি বড় খবর।

আরো পড়ুন : চুল না কামিয়েই অপারেশন! মাথা ভর্তি ব্যান্ডেজ রণজয়ের, হঠাৎ কী হল রণজয়ের?

হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে ‘ফুলকি’ সিরিয়ালের বন্ধ হওয়ার খবর। কিন্তু কেন? আসলে শালিনী ওরফে শার্লিকে দেখতে পাওয়া যাবে একটি নতুন প্রোজেক্টে। ‘নিখোঁজ ২’ সিরিজে অভিনয় করেছেন তিনি। তার জেরেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে, শালিনী নাকি ফুলকি ছেড়ে দিচ্ছেন। আর তার সঙ্গে শেষ হতে বসেছে এই সিরিয়াল। কিন্তু জানিয়ে রাখি, এমনটা আদৌ ঘটছে না। সবটাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুঞ্জন মাত্র। শার্লির ফুলকি সিরিয়াল ছেড়ে দেওয়া বা এই ধারাবাহিক বন্ধ হওয়া নিয়েও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর