বাংলাহান্ট ডেস্ক : বাংলা বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ অনন্যা গুহ। খুব কম বয়স থেকেই অভিনয় শুরু করেছেন তিনি। ছোটপর্দার (Serial) পাশাপাশি কাজ করে ফেলেছেন বড়পর্দাতেও। বর্তমানে জি বাংলায় ‘মিত্তির বাড়ি’ সিরিয়ালে (Serial) অভিনয় করছেন অনন্যা। খলনায়িকা সঞ্জনার চরিত্রে অভিনয় করছেন তিনি। এবার শুটিং ফ্লোরে ঘটল এক বড়সড় দুর্ঘটনা।
গুরুতর আঘাত পেয়েছেন মিত্তির বাড়ির (Serial) অনন্যা
আগামী ফেব্রুয়ারি মাসেই বাগদানের অনুষ্ঠান রয়েছে অনন্যার। তার আগেই পরপর দুর্ঘটনা। কিছুদিন আগেই রাস্তায় দুর্ঘটনার মুখে পড়ে সুকান্তর গাড়ি। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পান তিনি। এবার দুর্ঘটনার মুখে পড়লেন অনন্যা। সিরিয়ালের (Serial) শুটিংয়ে গুরুতর আঘাত পেয়েছেন তিনি।
কীভাবে ঘটল দুর্ঘটনা: জানা গিয়েছে, একটি অ্যাকশন দৃশ্যের (Serial) শুটিং করতে গিয়েই নাকি আহত হয়েছেন অনন্যা। ফ্লোরে পড়ে গিয়ে নাকি কোমরে আর পায়ে চোট পেয়েছেন তিনি। তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল বলে খবর। চিকিৎসকরা জানিয়েছেন, শরীরের কিছু অংশে ফ্র্যাকচার হয়েছে তাঁর। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অনন্যার হবু স্বামী সুকান্ত কুণ্ডু।
আরো পড়ুন : বাংলা টেলিভিশনে প্রথম বার, সম্প্রচারের আগেই ইতিহাস গড়ল ‘তোমাকে ভালোবেসে’!
আপাতত বন্ধ শুটিং: ভিডিওতে দেখা যায়, অনন্যাকে ধরে ধরে বাড়িতে নিয়ে আসছেন সুকান্ত। মাটিতে পা ফেলতে পারছেন না অভিনেত্রী। তাঁর পরনে তখনো সিরিয়ালের (Serial) সাজপোশাক। ভিডিও থেকে জানা যায়, গুরুতর কিছু হয়নি অনন্যার, তবে আপাতত কিছুদিনের জন্য স্থগিত রাখা হচ্ছে শুটিং। অনন্যা দ্রুত সুস্থ হয়ে সেটে ফিরে আসুন, সেটাই চান সকলে।
আরো পড়ুন : এক কামরার ঘরে দিনযাপন, আজ বাংলা সেরা নায়িকা! ‘পারুল’ ঈশানীর জীবনকাহিনি হার মানাবে সিনেমাকেও
প্রসঙ্গত, কিছুদিন আগেই গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিলেন সুকান্ত। সিগন্যাল খোলা মাত্র একটি ট্রাক এসে ধাক্কা মারে তাঁর গাড়িতে। সুকান্ত ঠিক থাকলেও তাঁর গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ফেব্রুয়ারিতে বাগদানের আগে দুজনের এমন ফাঁড়ায় চিন্তায় তাঁদের অনুরাগীরাও।